উত্তরপ্রদেশের মর্মান্তিক পথ দুর্ঘটনা।গোন্ডায় মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে যাত্রীবোঝাই বোলেরো গাড়ি সরযু খালে পড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ শিশুও রয়েছে।গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
পুলিশ সূত্রের খবর, ইটিয়াথোক থানা এলাকা দিয়ে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পুণ্যার্থীবোঝাই ওই গাড়িটি। সোজা গিয়ে সেটি পড়ে একটি খালে। তারপরই পাল্টি খেয়ে খালের জলে পুরো ডুবে যায় যাত্রীবোঝাই গাড়িটি। বৃষ্টির কারণে জল বেড়েছিল খালে। ফলে বেরিয়ে আসতে পারেননি ডুবে যাওয়া যাত্রীরা। বোলেরো গাড়িতে মোট ১৫ জন যাত্রী ছিলেন বলে খবর। তারমধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। বাকিরা সকলেই গুরুতর আহত। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, পুণ্যার্থীরা পৃথ্বীনাথ মন্দিরে প্রার্থনার জন্য যাচ্ছিলেন। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন-মার্কিন মুলুকে হাড়হিম কাণ্ড! নিখোঁজ ৪ প্রবীণ ভারতীয়, শেষবার দেখা যায় বার্গার কিং-এ, এরপর?
জানা গেছে, নিহতদের মধ্যে ৬ জন মহিলা, দুই জন পুরুষ এবং তিন শিশু রয়েছে। নিহতদের নাম বিনা (৩৫), কাজল (২২), মহাক (১২), দুর্গেশ, নন্দিনী, অঙ্কিত, শুভ, সঞ্জু ভার্মা, অঞ্জু, অনুসূয়া এবং সৌমিয়া। নিহতদের অধিকাংশই একই পরিবারের বলে খবর।রবিবার বিকট শব্দ শুনেই স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে দুর্ঘটনার মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। চালক কীভাবে নিয়ন্ত্রণ হারালেন তাও খতিয়ে দেখছে পুলিশ। গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, নাকি বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন, তাও তদন্ত করছে তারা। পুলিশের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। তার ফলে রাস্তার অবস্থা খারাপ। কোনও কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খালে পড়ে যায়।
আরও পড়ুন-মার্কিন মুলুকে হাড়হিম কাণ্ড! নিখোঁজ ৪ প্রবীণ ভারতীয়, শেষবার দেখা যায় বার্গার কিং-এ, এরপর?
অন্যদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের প্রতি আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, 'গোন্ডা জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় এতজনের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের।'