Budget 2025: বাজেট ২০২৫র আগে হালুয়া উৎসবের ছবি-ভিডিয়ো প্রকাশ্যে এল না কেন? গতবার রাহুলের কটাক্ষই কি কারণ?
1 মিনিটে পড়ুন Updated: 30 Jan 2025, 03:29 PM ISTBudget 2025: বাজেট ২০২৫ রয়েছে ১ ফেব্রুয়ারি। তার আগে সদ্য ২৪ জানুয়ারি হয়ে গিয়েছে হালুয়া উৎসব।
Budget 2025: বাজেট ২০২৫ রয়েছে ১ ফেব্রুয়ারি। তার আগে সদ্য ২৪ জানুয়ারি হয়ে গিয়েছে হালুয়া উৎসব।
বাজেটের আগে প্রতি বছরই প্রথা মেনে পালিত হয় হালুয়া উৎসব। তাতে অংশ গ্রহণ করেন দেশের অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সকলে মিষ্টিমুখ করানোর প্রথা রয়েছে এক্ষেত্রে। প্রতি বছরই বাজেটের কিছুদিন আগে এই হালুয়া উৎসব পালিত হয়। এবছরও তার অন্যথা হয়নি। তবে, সেই উৎসবের কোনও ছবি বা ভিডিয়ো প্রকাশ করা হয়নি সরকারের তরফে। যা আগে করা হত। কেন ২০২৫ সালে বাজেটের আগে প্রকাশ করা হল না হালুয়া উৎসবের ছবি? নেপথ্যে কি রয়েছে গত বছর রাহুল গান্ধীর এক মন্তব্য?
গত বছর মোদী সরকার ক্ষমতায় আসতেই পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। সেই বাজেট ঘিরে সংসদে রাহুল গান্ধীর এক কটাক্ষ-মন্তব্য আসে। রাহুল কটাক্ষের সুর ধরে সেবার হালুয়া উৎসবের ছবি তুলে ধরে বলেছিলেন,'বাজেটের হালুয়া ভাগাভাগি হচ্ছে। ছবিতে একজনও ওবিসি অফিসার দেখা যাচ্ছে না, একজনও আদিবাসী অফিসার দেখা যাচ্ছে না, একজনও দলিত অফিসার দেখতে পাচ্ছি না। কী হচ্ছে স্যার? দেশের হালুয়া ভাগাভাগি হচ্ছে। এতে ৭৩ শতাংশ ই নেই।' সেকথা শুনে সংসদে মুচকি হেসে মাথায় হাত দিতে দেখা গিয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামানকে। ওদিকে, রাহুল বলতে থাকেন,'আপনারা হালুয়া খাচ্ছেন, রআর বাকি লোকজন তো হালুয়াই পাচ্ছেন না। আমরা খোঁজ নিয়েছি ২০ জন অফিসার বাজেট তৈরি করেছেন। মানে দেশের যে হালুয়া.. তা ২০ জন ভাগ করার কাজ করেছেন, সেই ২০ জনের মধ্যে ৯০ শতাংশের মধ্যে শুধু ২ জন রয়েছেন, একজন সংখ্যালঘু একজন ওবিসি। আর এই ছবিতে তাঁরাও নেই।'
চলতি বছরে গত ২৪ জানুয়ারি বাজেটের হালুয়া উৎসব হয়েছে। তবে এবারই প্রথম সেই হালুয়া উৎসবের কোনও ছবি বা ভিডিয়ো বের হয়নি। উল্লেখ্য, হালুয়া উৎসব ঘিরে আরও একটি প্রথা রয়েছে। হালুয়া উৎসবের পর শুরু হয় বাজেট তৈরির কাজে যুক্ত, মন্ত্রকের অফিসার, কর্মীদের সকলের থেকে, আলাদা থাকার পর্ব। তথ্যের গোপনীয়তার কারণে যতক্ষণ না অর্থমন্ত্রী বাজেট পড়া শেষ করছেন, ততক্ষণ তাঁদের মন্ত্রকের নির্দিষ্ট ঘরে থাকতে হয়।