এবার এক পাক রেঞ্জার্সের জওয়ানকে আটক করল বিএসএফ। রাজস্থানে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ওই পাক রেঞ্জার্সকে আটক করেছে বিএসএফ। খবর পিটিআই সূত্রে। এবার বিএসএফের হাতে আটক পাক রেঞ্জার্সের জওয়ান।এর আগে ভারতের এক বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্স। হুগলির বাসিন্দা ওই জওয়ানকে ২৩শে এপ্রিল পাঞ্জাব সীমান্তে আটক করেছিল পাক রেঞ্জার্স। তাকে মুক্তির জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনও তাকে ফেরত দেয়নি পাক রেঞ্জার্স। আর এবার পাক রেঞ্জার্সের জওয়ান আটক।ভারত ও পাকিস্তানের মধ্য়ে উত্তেজনার পারদ বাড়ছে। তার মধ্য়েই ভারতের বিএসএফ জওয়ানকে এখনও ছাড়েনি পাকিস্তান। কার্যত এবার পাক রেঞ্জার্সকেও আটক করল বিএসএফ।সূত্রের খবর, রাজস্থান ফ্রন্টিয়ারের আওতায় ওই পাক রেঞ্জার্সকে আটক করে রাখা হয়েছে।এদিকে এর আগে ভারতের বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্সরা। পাকিস্তানের রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। তিনি হুগলির রিষড়ার বাসিন্দা। পূর্ণম কুমার সাউ। এরপর বিএসএফের তরফে তাকে ছাড়়িয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তার মুক্তি মেলেনি। এনিয়ে বেশ উদ্বেগে ছিল তার পরিবার। সম্প্রতি তাঁর স্ত্রী অমৃতসরেও গিয়েছিলেন। পরে বিএসএফের প্রচেষ্টায় তিনি অত্যন্ত আশ্বস্ত হয়েছেন। তবে এবার পালটা দিল বিএসএফ। এবার পাক রেঞ্জারকেও আটক করল বিএসএফ।