
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পটনার গান্ধী ময়দানে অনির্দিষ্টকালের জন্য অনশনরত জন সুররাজ প্রধান প্রশান্ত কিশোরকে আটক করল বিহার পুলিশ। ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের দাবিতে বৃহস্পতিবার থেকে জনসুরাজের প্রতিষ্ঠাতা আমরণ অনশন করছেন। বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি। এদিকে সরকার পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণার পরে সেই আন্দোলন আরও তীব্র হয়েছে। প্রশান্ত কিশোরের দাবি, সরকারের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে অনিয়ম হয়েছে। এরই মাঝে জেলা প্রশাসন প্রশান্ত কিশোর এবং তাঁর '১৫০ জন সমর্থকের' বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। বলা হয়, প্রশান্ত কিশোরের এই বিক্ষোভ 'অবৈধ'। এই আবহে আজভোররাতে প্রশান্ত কিশোরকে গান্ধী ময়দান থেতে তুলে নিয়ে যায় পুলিশ। (আরও পড়ুন: অনৈতিক ভাবে কাটা হচ্ছিল বেতন, বাংলাদেশে হিন্দু মহিলার প্রাণ কাড়ল 'কাজের চাপ')
আরও পড়ুন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মানবে না ইউনুস সরকার? বাংলাদেশে এবার হবে কী?
এর আগে এই আন্দোলন নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রশান্ত কিশোর বলেছিলেন, 'এই আন্দোলন আদতে আমলতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সমবেত প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। যে আমলাতন্ত্র গত ১০ বছর ধরে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা ভুলভাবে পরিচালনা করেছে। সরকারের মনে হতেই পারে, এটা হয়তো আর পাঁচটা বিক্ষোভের মতোই একটি বিক্ষোভ। কিন্তু, সরকারের যদি এখনও ঘুম না ভাঙে, তাহলে এই বিক্ষোভই একটি অভ্যুত্থানে পরিণত হবে।' প্রশান্তের অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন বিহারের বর্তমান এনডিএ সরকার আসলে দুর্নীতিতে ডুবে রয়েছে। তিনি দাবি করেছিলেন, এক-একটি আসন ৩০ লক্ষ থেকে ১.৫ কোটি টাকায় বিক্রি করা হয়েছে।
প্রসঙ্গত, ৭০তম বিপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় অনিময়ের অভিযোগ তুলে বিগত বেশ কয়েকদিন ধরে পটনার গান্ধী ময়দানে বিক্ষোভ দেখাচ্ছেন জন সুরজ প্রধান প্রশান্ত কিশোর এবং বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রার্থীরা। তবে পুলিশের দাবি, গান্ধী মূর্তির সামনে ছাত্রদের নিয়ে জমায়েত করার কোনও অনুমতি দেওয়া হয়নি জন সুরাজ পার্টিকে। তা সত্ত্বেও তারা জমায়েত করে। এর আগে এই গান্ধী ময়দানেই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার সময় পিকে সেখান থেকে 'পালিয়ে গিয়েছিলেন' বলে অভিযোগ করা হয়েছিল বিভিন্ন রিপোর্টে। তবে পরে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন, তিনি সেখান থেকে চলে যাওয়ার পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ শুরু করেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে এফআইআর করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন প্রশান্ত কিশোর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports