বিহারের বেত্তিয়া জেলায় এক বছরের শিশু, নিজের বাড়িতে খেলতে গিয়ে একটি কোবরাকে খেলনা ভেবে কামড় দেয়। শিশুটি সাপটিকে কামড়ানোর পরেই সে অজ্ঞান হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে তোলপাড় শুরু হয়ে যায় এলাকায়। আশপাশে সাড়া পড়ে যায়।
এদিকে, শিশুর কামড়ের পর বিষধর ওই সাপটি মারা গেলেও, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারনে।
বিহারের চম্পারনে নিজের বাড়িতে খেলছিল গোবিন্দা নামের ওই ছোট্ট শিশুট। ছোট্ট গোবিন্দার ঠাকুমা জানান, শুক্রবার দুই ফুট লম্বা একটি কোবরা ঘরে ঢুকে পড়ে, শিশুটি এটিকে খেলনা ভেবে ভুল করে তুলে নেয়। তারপরে ওই ছোট্ট ১ বছরের শিশু কোবরাটিকে কামড় দেয়। সরীসৃপটিকে খেলার ছলেই দুই ভাগে ছিঁড়ে ফেলে, যার পরে সাপটি মারা যায়।
'ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের স্থানীয়রা জানিয়েছেন যে কোবরাটি শিশুটির খুব কাছে এসেছিল, সেই দেখেই হয়তো শিশুটি আকৃষ্ট হয়ে সাপকে হাতে তুলে নেয়। স্থানীয়রা বলছেন, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিশুটি সাপকে কামড়ে দেয়। জানা যায়, শিশুটি সাপের গায়ে দাঁত বসিয়ে দেয়।
ঘটনার পর শিশুটিকে ভর্তির জন্য মাঝৌলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যার পরে তার চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বেত্তিয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জেএমসিএইচ হাসপাতালের ডেপুটি সুপারিনটেনডেন্ট ডাঃ দেবীকান্ত মিশ্র ‘লাইভ হিন্দুস্তান’কে জানিয়েছেন, শিশুটির মধ্যে বিষ সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি এবং তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, শিশুটি আশঙ্কামুক্ত।
( Budh margi: বুধ মার্গী হতে আর ক'দিন বাকি! লাকি রাশিদের লিস্টে কারা? প্রাপ্তি যোগ কী কী?)
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ভারী বৃষ্টিপাত এবং অপরিকল্পিত নির্মাণ সাপকে তাদের প্রাকৃতিক বাসস্থান থেকে সরিয়ে দিচ্ছে। যার ফলেই বসতিতে ঢুকে পড়ছে বিষধর সরীসৃপ। সম্প্রতি, গুরুগ্রামে বর্ষার মরসুমে সাপের দেখা বেড়েছে, জুলাই মাসে শহর জুড়ে ৮৫ টি সাপ উদ্ধার করা হয়েছে। সাপের কামড়ে ভারত জুড়ে মৃত্যুর কারণের নিরিখে কোবরাকে সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। কিছুদিন আগে লুধিয়ানার পাওয়াত গ্রামের দুই বোন ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছিলেন। দুই মেয়ে যখন ছাদে ঘুমিয়ে ছিল তখন সাপটি তাদের কামড় দেয়, যার কয়েক মিনিটের মধ্যেই তারা মারা যায়।