ইফতার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল হিন্দুদের। সেখানে গো-মাংসের একটি পদ দেওয়ার অভিযোগ উঠল খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ক্ষোভের মুখে ‘ভুল’ স্বীকার করে নিয়েছে বাংলাদেশের বিরোধী দল।
গত বৃহস্পতিবার বিএনপির সিলেট শাখার তরফে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল হিন্দু সদস্যদের। সেই ইফতার পার্টিতে গো-মাংসের একটি পদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ফেসবুকে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন বিএনপির হিন্দু সদস্যরা।
তেমনই এক বিএনপি সদস্য বলেন, 'গো-মাংসের পরিবর্ত হিসেবে কিছু না থাকায় আমি এবং ২০ জন হিন্দু সতীর্থকে দেখতে হয় যে মুসলিম নেতা ও কর্মীরা রোজা ভাঙছেন।' বিএনপির ছাত্র সংগঠনের এক নেতা বলেন, 'আপনার নিজেরা ইফতার উদযাপন করলেন এবং আমরা (সনাতন ধর্মীরা) শুধু হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে গেলাম।'
আরও পড়ুন: Eid 2022: ইদের আগে বাড়ি ফেরার ধুম, মই দিয়ে ট্রেনের ছাদে তোলার 'ব্যবসা' বাংলাদেশে