শনিবার পাকিস্তানের করাচি থেকে রওনা হওয়া একটি বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত বহু রিপোর্টে দাবি করা হচ্ছ, সেই বাসটিতে আত্মঘাতী হামলা হয়েছে। করাচি থেকে বাসটি যাচ্ছিল বালুচিস্তানের তুরবত এলাকায়। জানা গিয়েছে, এই হামলা বালুচিস্তানের তুরবতে হয়েছে।
যে ৬ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের কয়েকজন। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র রিপোর্ট বলছে, এই হামলার দায় নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। বিএলএ-র জঙ্গিরাই এমন ঘটনা ঘটিয়েছে বলে ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র খবর। বেশ কিছু রিপোর্ট বলছে, বাসে ছিলেন পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের সদস্যরা। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের সিনিয়র পুলিশ অফিসার রশিদ উর রহমান বলেন, ‘অন্তত ৬ জন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে এফসি সেনারা রয়েছেন, এবং নাগরিকরাও রয়েছেন।একটি বোমা হামলায় এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।’ পাকিস্তানের সংবাদপত্র 'দ্য ডন' বলছে, আহতদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীকে এলাকায় মোতায়েন করা হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
( Bangladeshi Judicial officials to Come to India: আসতে হচ্ছে সেই ভারতেই! বাংলাদেশের ৫০ বিচারক ভোপালে আসছেন প্রশিক্ষণ নিতে)
( Budhaditya Yog Lucky Rashi: আজ থেকে বুধ, সূর্যের একযোগে কৃপা বর্ষণ শুরু! শুভ যোগে আগামী ১০ দিন সুখে কাটবে ৪ রাশির)
( Peeing: ফের বিমানে প্রস্রাবকাণ্ড! ঘুমন্ত সহযাত্রীর গায়ে মূত্রত্যাগের অভিযোগ, ইউনাইটেড এয়ারলাইন্সে নিষিদ্ধ হলেন ব্যক্তি)
( Shani Shukra Yuti: কর্মফলদাতা শনি এবার কৃপা বর্ষণ করবেন শুক্রকে সঙ্গে নিয়ে! যুতিতে লাভবান ৩ রাশি কারা?)
এদিকে, ওই বাসে ছিলেন কোয়েট্টার পুলিশের সিনিয়র সুপারিন্টেডেন্ট। তিনি তাঁর পরিবারকে নিয়ে বাসে সফর করছিলেন। তিনিও এই ঘটনায় আহত হয়েছেন বলে খবর। তাঁর পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনার তুমুল সমালোচনা ও নিন্দা করেছেন। পাশাপাশি তিনি মৃতদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতার প্রার্থনা করেছেন। উল্লেখ্য, পাকিস্তানের সংবাদপত্র 'দ্য ডন'র রিপোর্ট বলছে, ২০২৪ সালে বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াতে হু হু করে বেড়েছে জঙ্গি হামলার ঘটনা। রিপোর্ট বলছে, ওই এলাকায় মোট ৪৪৪ টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাতে ৬৮৫ জন নিরাপত্তা কর্মী পাকিস্তানে মারা গিয়েছেন।