মুখ্যমন্ত্রী থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল যে বাসভবনে থাকতেন, নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। এ নিয়ে ক্রমাগত আপকে আক্রমণ করে চলেছে বিজেপি। এবার ‘শিশমহলের’ (বিজেপি কটাক্ষ করে বলে থাকে কেজরির সেই পুরনো বাসভবনকে) বিদ্যুতের বিল নিয়ে বিস্ফোরক দাবি করল পদ্মশিবির। একটি আরটিআই তথ্যের কথা উল্লেখ করে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দাবি করেছেন, দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের বাসভবনে ২ বছরে বিদ্যুতের বিল হয়েছিল ৪১.৫ লক্ষ টাকা। ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এই বিল হয়েছিল বলে দাবি করেছেন পুনাওয়ালা। তিনি কেজরিওয়ালের দলকে এ বিষয়ে কটাক্ষ করে বলেছেন, আপ মোটেও সাধারণ মানুষের জন্য ছিল না।
আরও পড়ুন: ‘কেজরিওয়ালের পঞ্জাবের CM হওয়ার সম্ভাবনা নেই, ফের জল্পনা ওড়ালেন ভগবন্ত মান
বিজেপির মুখপাত্র নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘আরটিআইয়ের তথ্য অনুযায়ী, অরবিন্দ কেজরিওয়াল ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ২ বছরের মধ্যে ৪১.৫১ লক্ষ টাকার বিদ্যুৎ ব্যবহার করেছেন। অর্থাৎ আনুমানিক দৈনিক বিল ৭৭০ ইউনিটের জন্য ৫,৭০০ টাকা ছিল! অথচ একজন সাধারণ মানুষ মাসে প্রায় ২৫০-৩০০ ইউনিট বিদ্যুৎ খরচ করেন। এটাই ছিল কেজরিওয়ালের আসল চেহারা।’ তিনি কটাক্ষ করে আরও বলেন, ‘কেজরিওয়ালের নাম পরিবর্তন করে বিজলিওয়াল রাখা উচিত।’ বিজেপি নেতা বলছেন, ‘যে বিজলিওয়ালের দৈনিক খরচ একজন সাধারণ মানুষের মাসিক খরচের তিনগুণ বেশি।’
বিজেপির অভিযোগ, কেজরিওয়াল বাসভবনটির সংস্কারের জন্য ৪৫ কোটি টাকা খরচ করেছিলেন। তারপরই বিজেপি বাসভবনের নামকরণ করেছিল শিশমহল। পুনাওয়ালা বলেন, ২ বছরে মুখ্যমন্ত্রীর বাসভবনে ৫,৬০,০০০ ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে কতগুলি এসি চালানো হচ্ছিল? তানিয়ে প্রশ্ন তুলে বিজেপি মুখপাত্র বলেন, ‘কেজরিওয়ালের বাসভবনের এক দিনের বিল সাধারণ মানুষের এক মাসে ব্যবহৃত বিদ্যুৎ বিলের চেয়েও বেশি। এটা কি খুব বেশি বিদ্যুৎ খরচ নয়? তিনি অনেক টাকা নষ্ট করেছেন।’