জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন জেলে, হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়ে। কিন্তু অবশেষে আদালত জানতে পারে, ক্রাইমে জড়িত নয় দোষী সাব্যস্ত অভিযুক্ত। আর এই পরিস্থিতিরই সুযোগ নিলেন তিনি। বিশ্বের সবচেয়ে বেশি সময়ের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ইওয়াও হাকামাদা। ইওয়াও হাকামাদার আইনজীবী জানিয়েছেন, জাপান সরকারের কাছে ১.৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: (Gluten Allergy: গ্লুটেন অ্যালার্জিতে ভুগছেন ভীষণ? তাহলে এই ৫ খাবার এড়িয়ে চলুন অবশ্যই)
প্রমাণে গড়বড়, হাকামাদা নির্দোষ
জানা গিয়েছে, ৪০ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন ৮৮ বছর বয়সী ওয়াও হাকামাদা। যদিও, গতবছর ১৯৬৬ সালের একটি হত্যাকাণ্ডের জন্য নির্দোষ ঘোষণা করা হয় তাঁকে। ওই হত্যাকাণ্ডে চারজনকে হত্যা করা হয়েছিল বলে খবর। সেপ্টেম্বরে পুনরায় বিচার করতে গিয়ে, একটি স্থানীয় আদালত সিদ্ধান্ত নেয় যে পুলিশ প্রমাণে গড়বড় করেছে। তারা আরও বলেছে যে জিজ্ঞাসাবাদের সময় এই প্রাক্তন বক্সারের সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছিল, তাঁকে এমন কিছু স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল, যা সত্য ছিল না।
সবচেয়ে বেশি অঙ্কের ক্ষতিপূরণ দাবি
যাইহোক, হাকামাদা, এখন একজন মুক্ত মানুষ, এবং তাঁর আইনজীবীরা শিজুওকা জেলা আদালতকে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসাবে ২০০ মিলিয়ন ইয়েন (১.৩ মিলিয়ন ডলার) দেওয়ার জন্য বলেছেন। আর সবচেয়ে বড় বিষয় হল, জাপানের আইনের অধীনে এটাই সবচেয়ে বড় অঙ্কের ক্ষতিপূরণ, যা একজন ব্যক্তি নির্দোষ প্রমাণিত হওয়ার পরে চাইতে পারেন। অর্থাৎ জেলে কাটানো প্রতিটি দিনের জন্য ১২,৩০০ ইয়েন (৮১ ডলার) পর্যন্ত পেতে পারেন তিনি।
মানসিক যন্ত্রণায় ভুগেছেন হাকামাদা
যদিও, হাকামাদার আইনজীবী হিদেয়ো ওগাওয়া এএফপিকে বলেছেন, এই পরিমাণ যথেষ্ট নয় কারণ দোষ না করেও এত দীর্ঘ সময়ের জন্য সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তাঁর আইনজীবী এর আগে বলেছিলেন যে এত বছর জেলে কাটানো, সর্বদা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার হুমকির মুখোমুখি হওয়া হাকামাদার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। আইনজীবী তাঁকে 'কল্পনার জগতে বাস করছেন' বলে বর্ণনা করেছেন। ওগাওয়া আরও বলেছেন, আমরা আশা করি এই অর্থ তাঁকে এবং তাঁর বোন হিডেকোকে তাঁদের জীবনে রেখে যাওয়া সময়ের জন্য তাঁদের প্রাপ্য শান্তিটুকু পেতে সহায়তা করবে।
আরও পড়ুন: (DMK on Union Budget 2025-26: 'পুরো হতাশ… প্রতারিত হয়েছেন মধ্য়বিত্তরা,' বাজেট নিয়ে মুখ খুললেন ডিএমকে নেতা)
বলা বাহুল্য, জাপানের বিচার ব্যবস্থার ইতিহাসে এটাই ছিল অন্যায় আচরণ বা ভুলের সবচেয়ে বড় ঘটনা। যেখানে নির্দোষকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রসঙ্গে প্রসিকিউটররাও আর আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন না বলেই জানান। প্রসঙ্গত, হাকামাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে পঞ্চম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত বন্দি, যার পুনরায় বিচার বা রিট্রায়ালের সুযোগ ছিল। আগের এমনই চার মামলায়ও অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হয়েছে।