বাংলা নিউজ > ঘরে বাইরে > Biden in Ukraine: যুদ্ধের বর্ষপূর্তি, ইউক্রেন সফরে মার্কিন প্রেসিডেন্ট,পাশে আছি
পরবর্তী খবর
Biden in Ukraine: যুদ্ধের বর্ষপূর্তি, ইউক্রেন সফরে মার্কিন প্রেসিডেন্ট,পাশে আছি
1 মিনিটে পড়ুন Updated: 20 Feb 2023, 06:11 PM ISTSatyen Pal
জেলেনেস্কি জানিয়েছেন, বাইডেনের সঙ্গে কথা হয়েছে। দূর পাল্লার অস্ত্রের ব্যাপারে কথাবার্তা হয়েছে। তবে কোনও নতুন প্রতিশ্রুতির ব্য়াপারে বিস্তারিত কিছু তিনি জানাননি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে দেখা করতে তিনি ইউক্রেন সফরে যান।Ukrainian Presidential Press Service/Handout via REUTERS
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেন সফরে যান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কির সঙ্গে দেখা করতে তিনি ইউক্রেন সফরে যান বলে খবর। রাশিয়ার তথাকথিত আগ্রাসনের কার্যত বর্ষপূর্তি। আর সেই সময়ই ইউক্রেনে গিয়ে পাশে থাকার বার্তা মার্কিন প্রেসিডেন্টের। এককথায় তাৎপর্যপূর্ণ ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে।
জেলেনেস্কিকে পাশে নিয়ে মারিনস্কি প্য়ালেসে মুখ খুললেন বাইডেন। তিনি বলেন, এক বছর পরেও কিভ দাঁড়িয়ে রয়েছে। সদর্পে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। তিনি পাঁচ ঘণ্টারও বেশি সময় ছিলেন ইউক্রেনের রাজধানীতে। মার্কিন দূতাবাসের কর্মী, আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি। সে দেশের মৃত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পোডিয়ামে পাশাপাশি ছিল মার্কিন ও ইউক্রেনের পতাকা। হাত নাড়েন জো বাইডেন। তিনি বেশ জোরের সঙ্গে বলেন, ইউক্রেন দাঁড়িয়ে রয়েছে। গণতন্ত্র দাঁড়িয়ে রয়েছে। আমেরিকানরা আপনাদের পাশে রয়েছে। গোটা বিশ্ব আপনাদের পাশে রয়েছে।