Bhupesh Baghel-Mahadev App Link: 'তিনিই দুবাইতে…', ভূপেশ বাঘেলের 'পর্দা ফাঁস' করলেন মহাদেবের 'পাণ্ডা'!
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 07:37 AM ISTভিডিয়োতে শুভম দাবি করেন, 'আমিই মহাদেব অ্যাপের মালিক। সৌরভ চন্দ্রাকর এবং রবি উপ্পল আমার পরামর্শদাতা।' তাঁর দাবি, বাঘেলের পরামর্শেই দুবাইয়ে পালিয়ে গিয়েছেন তিনি। এদিকে বাঘেলের দাবি, শুভম সোনিকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন না। কোনওদিন তাঁর সঙ্গে দেখাও হয়নি শুভমের।
মহাদেব অ্যাপের ‘মালিক’ শুভম সোনি এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল