মীরাটের পর এবার উত্তরাখণ্ড। তবে গল্পটা একেবারে উল্টো। বাঙালি লিভ-ইন পার্টনারের মাথা কেটে খুন করে দেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। খুনের ৬ মাস পর খাল থেকে ওই মহিলার দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় ওই মহিলার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: পাকিস্তানের শিরায় শিরায় সন্ত্রাসবাদ, এবার আরও রক্ত গরম হতে পারে ভারতের)
আরও পড়ুন: পাকিস্তানের শিরায় শিরায় সন্ত্রাসবাদ, এবার আরও রক্ত গরম হতে পারে ভারতের
আরও পড়ুন-৫৫.২৭ কোটির ঋণ প্রতারণা! মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
এই নৃশংস ঘটনাটি ঘটেছে ইউএস নগর জেলার খাতিমায়। পুলিশ সূত্রের খবর, ২০২৪ সালের নভেম্বরে সিতারগঞ্জের গৌরী খেদা গ্রামের বাসিন্দা মুশতাক আহমেদ নানকমাত্তা এলাকার বাঙালি কলোনির বাসিন্দা পুজা বিশ্বাসকে (৩২) খুন করে বলে অভিযোগ।খাতিমা থানার ইন্সপেক্টর এমএম দাসাউনি জানিয়েছেন, হরিয়ানা যাওয়ার পথে রুদ্রপুর রোডওয়েজ বাস স্টেশনে মুশতাক ও পুজার প্রথম আলাপ হয়। প্রথমে বন্ধুত্ব হলেও, তারপরে ধীরে ধীরে তাঁরা একে অপরের প্রেমে পড়ে যায়। এক সময়ে তাঁরা গুরগাঁওয়ে লিভ-ইন থাকার সিদ্ধান্ত নেন। যেখানেই পুজা তার বোনের সঙ্গে একটি স্পাতে কাজ করতেন। কিন্তু পেশায় ক্যাব চালক মুশতাক উত্তরাখণ্ডে ফিরে আসেন। এরপর ২০২৪ সালের নভেম্বরে পুজাকে না জানিয়েই অন্য একজন মহিলাকে বিয়ে করে মুশকাত। (আরও পড়ুন: সব পাক নাগরিক দেশ ছাড়লেও তিনি আছেন ভারতেই, পহেলগাঁও হামলায় নাম জড়াল সেই সীমার?)
আরও পড়ুন-৫৫.২৭ কোটির ঋণ প্রতারণা! মেহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
তিনি আরও বলেন, প্রেমিকের বিয়ের খবর জানতেই পুজা উত্তরাখণ্ডে মুশতাকের সঙ্গে দেখা করতে আসেন। পাশাপাশি এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকেও তিনি জানান। এরপর কোনও উপায় না দেখে মুশতাক প্রলোভন দেখিয়ে পুজাকে খাতিমার ইসলাম নগরে তার বোনের বাড়িতে নিয়ে যায়। পরে ১৬ নভেম্বর তনকপুর রোডের নাদান্না খালের কাছে আন্ডারপাসে পুজাকে গলা কেটে খুন করে মুশতাক। এরপর মুশতাক প্রেমিকার মুণ্ডুহীন দেহ একটি চাদরে মুড়িয়ে এবং মাথা একটি বস্তায় ভরে খালে ফেলে দেয় বলে অভিযোগ। অন্যদিকে, পুজার সঙ্গে কোনও রকম যোগাযোগ করতে না পেরে তার বোন ১৯ ডিসেম্বর ২০২৪-এ গুরগাঁওয়ের সেক্টর-৩ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপরেই তদন্ত শুরু করে পুলিশ। তথ্যের ভিত্তিতে হরিয়ানা পুলিশ সিতারগঞ্জ থেকে মুশতাককে আটক করে জোরদার জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় মুশতাক খুনের কথা স্বীকার করে নিয়েছে।