মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাই তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিধায়ক বসন্ত সোরেনের বিধায়কপদ খারিজ করা নিয়ে নিজেদের মতামত রাজ্যপাল রমেশ বাইসকে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। জানা গিয়েছে শুক্রবার বসন্তের বিধায়কপদ নিয়ে রিপোর্ট এসে পৌঁছায় রাজভবনে। উল্লেখ্য, বসন্ত এক খনির মালিক। তবে নির্বাচনী হলফনামায় তা তিনি প্রকাশ করেননি। এই প্রেক্ষিতে বিজেপি অভিযোগ করেছিল বসন্তের বিরুদ্ধে। যার প্রেক্ষিতে রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে বসন্তের বিধায়কপদ নিয়ে পরামর্শ চেয়েছিল। প্রসঙ্গত, জনপ্রতিনিধি আইনের ৯ নং ধারা অনুযায়ী, কোনও নির্বাচিত ব্যক্তি এমন কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না যেটি কিনা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে বসন্ত যে খনির মালিক, তা সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: ‘অন্তর্বাস কিনতে দিল্লি গিয়েছিলাম’, আজব মন্তব্য হেমন্ত সোরেনের ভাইয়ের)