গণভবনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদেও বিক্ষোভকারীরা হামলা চালায়। সংসদে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালানো হয়। অভিযোগ ওঠে সেখান থেকে নগদ প্রচুর টাকাও চুরি করা হয়। পরে আন্দোলনকারী কিছু ছাত্র সেই সব চুরি হওয়া টাকা সেনা আধিকারিকদের হাতে তুলে দেয়।
Ad
গণভবন থেকে চুরি 'হাসিনার অন্তর্বাস', সংসদ থেকে নগদ টাকা চুরি 'আন্দোলনকারীদের'
গতকাল শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পরও হিংসা জারি আছে সেই দেশে। এদিকে হাসিনা দেশ ছাড়ার খবর প্রকাশ্যে আসতেই গণভবনে হামলে পরে বিক্ষোভকারীদের একাংশ। সেখানে দেখা চূড়ান্ত বিশৃঙ্খলা। সেই অরাজকতার একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায়, ব্লাউজ, ব্রা হাতে নিয়ে উল্লাস করছে কয়েকজন। অন্তর্বাস হাতে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দাবি করা হয়েছে, সেই অন্তর্বাস 'আপা' বা দিদির। এই আবহে অনেকেই দাবি করেছেন, সেটা হাসিনার অন্তর্বাস। এদিকে গণভবনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংসদেও বিক্ষোভকারীরা হামলা চালায়। সংসদে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালানো হয়। অভিযোগ ওঠে সেখান থেকে নগদ প্রচুর টাকাও চুরি করা হয়। পরে আন্দোলনকারী কিছু ছাত্র সেই সব চুরি হওয়া টাকা সেনা আধিকারিকদের হাতে তুলে দেয়। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (আরও পড়ুন: 'সেনা সমর্থিত সরকার মানব না', মঙ্গল ভোরে নয়া দাবি বাংলাদেশি ছাত্র আন্দোলনকারীদের)
গতকাল গণভবন থেকে বালিশ, ছাগল, মাছ, শাড়ি, সোফা, শাকসবজি, কাপ নিয়ে পালাতে দেখা গিয়েছে বহু মানুষকে। সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে গণভবনের মধ্যে কয়েকজন মাংস খাচ্ছেন। একটি ভিডিয়োতে দেখা যায়, গণভবনে হাসিনার ঘরের বিছানায় জুতো পরে পা তুলে শুয়ে আছেন একজন। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গণভবনে আন্দোলনকারীদের ঢল নামে। গণভবনের সুইমিং পুলে নেমে পড়ে অনেকে। (আরও পড়ুন: বাংলাদেশে রামকৃষ্ণ মিশন, ইসকন সহ ৯ মন্দিরে হামলা, ২৯ জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা)