শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশে গঠন হয় তত্ত্বাবধায়ক সরকার। সরকারের মাথায় বসেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস। তবে তিনি ক্ষমতায় আসার পরও বাংলাদেশের পরিস্থিতির উন্নতি ঘটেনি। এরই মাঝে বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে। বিভিন্ন দেশে সমালোচিত হচ্ছে ইউনুসের সরকার। যেই আমেরিকা প্রাথমিক ভাবে ইউনুসের 'অগণতান্ত্রিক' সরকারকে সাহায্য করার কথা বলেছিলেন, তারাও এখন নীরব। এই আবহে সম্প্রতি সর্বদল বৈঠক করেছিলেন ইউনুস। জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। এই জল্পনার মাঝেই অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ দাবি করলেন, আগামী বছর নির্বাচিত সরকার দেখা যাবে। এর আগে অবশ্য গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দাবি করা হয়েছিল, আগামী নির্বাচন কবে হবে, তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকি যাঁরা কথা বলছেন, সেগুলো তাঁদের ব্যক্তিগত মতামত। (আরও পড়ুন: 'পুরনো অসম মেলের রাস্তা খুলে যাবে...', 'বাংলাদেশ ভাগের ছকে' খুশি তথাগত রায়)
আরও পড়ুন: ইউনুস জমানায় বাংলাদেশ থেকে কতজন অনুপ্রবেশ করেছে ভারতে? জানাল BSF
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে। হাসিনার বিদায়ের পর থেকেই মন্দির থেকে শুরু করে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর চলেছে। সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা থেকে বিএনপি-জামাত দেখেছিল 'আওয়ামি লিগের ষড়যন্ত্র'। তবে কয়েক মাস যাওয়র পর সেই দেশে হিন্দুদের অবস্থা যেন আরও খারাপ। ধর্মের নামে চাকরি থেকে জোর করে পদত্যাগ করানো হচ্ছে সংখ্যালঘুদের। অনেককে ধর্মান্তরিত করানোর অভিযোগও উঠেছে। এরই মাঝে চট্টগ্রামে হিন্দু এবং বৌদ্ধদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘু অত্যাচারে সেখানে অভিযুক্ত খোদ সেনা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ঘিরে আরও উত্তাল হয় পরিস্থিতি। এদিকে সেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশের কট্টরপন্থীরা পথে নেমেছে। 'জুলাই বিল্পবের' ছাত্র নেতারাও ইসকনের বিরুদ্ধে সরব হয়েছেন। সারজিস আলম চট্টগ্রামে ইসকন এবং হিন্দুদের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন সম্প্রতি। এই আবহে ভারতের রাস্তাতেও লোক নেমেছে। বাংলাদেশি মৌলবাদের বিরুদ্ধে স্লোগান উঠেছে এখানে। ভারত সরকারও একাধিক বিবৃতি প্রকাশ করে ওপারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। (আরও পড়ুন: ভারতকে 'অস্থিতিশীল করার' চেষ্টায় আছে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট: বিজেপি)