বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Latest Update: এ যেন 'সরকারি দল'! নাহিদদের NCP-র মঞ্চে থাকবেন ইউনুস এবং বাকি উপদেষ্টারা?
পরবর্তী খবর
বিএনপি বারংবার দাবি করেছিল, সরকারে থেকে যেন কোনও রাজনৈতিক দল গঠনের চেষ্টা না করেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা। এই আবহে নাহিদ ইসলাম সরকারি উপদেষ্টার পদ ছেড়েছেন। তবে ইউনুসের সরকারে এই ছাত্র নেতাদের প্রভাব সর্বজনবিদিত। এরই মাঝে জানা গিয়েছে, 'জাতীয় নাগরিক পার্টি' বা এনসিপির আত্মপ্রকাশের মঞ্চে উপস্থিত থাকার জন্যে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস সহ সরারের সকল উপদেষ্টাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই দলের আত্মপ্রকাশের লক্ষ্যে বড় জমায়েতের আয়োজন করা হয়েছে। (আরও পড়ুন: বাংলাদেশের নয়া দলের নাম চূড়ান্ত, মাথায় নাহিদ, সারজিস-হাসনাতরা কোন পদে?)