বাংলাদেশের মানুষ 'দিল্লির দাসত্ব' বরদাস্ত করেনি, সেখান থেকে মুক্তিলাভ করেছে! বাংলাদেশের মানুষ 'ওয়াশিংটনের গোলামি'ও করবে না! একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই সব বাণী বর্ষণ করলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক।বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে - গতকাল (শনিবার - ১৭ মে, ২০২৫) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে জেলা খেলাফত মজলিসের তরফে একটি গণ সমাবেশের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মামুনুল। সেই মঞ্চ থেকেই তাঁকে বলতে শোনা যায়, 'বাংলার এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামির জন্য নয়।'তাঁর ভাষণে মামুনুল বাংলাদেশের প্রাক্তন তথা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, 'বাংলাদেশের মানুষের ইতিহাস আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে না। শেখ হাসিনা যখন দিল্লির এজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।'শনিবারের এই আয়োজনের মাধ্যমে বেশ কিছু দাবিদাওয়া তুলে ধরা হয়। যেগুলির মধ্যে অন্যতম ছিল - জুলাই গণহত্যা, শাপলা চত্বর গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরানবিরোধী নীতিমালা ও কমিশন বাতিল এবং গাজায় প্যালেস্তেনীয় মুসলিম নিধন বন্ধ প্রভৃতি।এই অনুষ্ঠানের মঞ্চ থেকে আরও যাঁরা বক্তব্য রাখেন, তাঁরা হলেন - বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা বেলালউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আল্লামা আহসানুল্লাহ আমির, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।