
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
এর আগে শেখ হাসিনা দাবি করেছিলেন, ভারতের উত্তরপূর্বের কয়েকটি রাজ্য এবং বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এবার সেই দাবি তুলেই বিস্ফোরক সোশ্যাল মিডিয়া পোস্ট বাংলাদেশি সাংবাদিকের। সালাহউদ্দিন শোয়েব চৌধুরী সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেন, মহম্মদ ইউনুসের সঙ্গে মিলে রাষ্ট্রসংঘ একটি পৃথক খ্রিস্টান দেশ গঠনের পরিল্পনা করছে। মায়ানমার, বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ এবং ভারতের উত্তরপূর্বের কিছু অংশ ভেঙে এই নয়া দেশ গড়ার ছক কষা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন। (আরও পড়ুন: পাকিস্তানকে তোপ, তবে পূর্বের প্রতিবেশী নিয়ে মার্কিন পডকাস্টারকে কী বললেন মোদী?)
আরও পড়ুন: 'শরীরের যেখানেই ***...', সোনা পাচার কাণ্ডে অভিনেত্রীকে নিয়ে বেলাগাম BJP বিধায়ক
সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর যুক্তি, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরানোর জন্যে রাষ্ট্রসংঘ নাকি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। পরবর্তীতে সেই ঘাঁটিকে কাজে লাগাবে জর্জ সোরোস এবং ডিপ স্টেট এজেন্টরা। নিজের রিপোর্টে সালাহউদ্দিন দাবি করেন, চলতি বছরের শেষের দিকেই কক্সবাজারে রাষ্ট্রসংঘের ঘাঁটি তৈরির কাজ শুরু হবে। (আরও পড়ুন: গুলি মেরে চলে গেল! পাকিস্তানে এবার বিমানবন্দরে রহস্যজনক ভাবে খুন ইসলামি প্রচারক)
আরও পড়ুন: ওয়াকফে তপ্ত দিল্লি, মুসলিম প্রতিবাদীদের সামনে হনুমান চালিসা পাঠ হিন্দুত্ববাদীদের
এর আগে ২০২৪ সালের ২৩ মে প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪ দলীয় জোটের বৈঠকে এই একই ধরনের দাবি করেছিলেন শেখ হাসিনা। সেদিন হাসিনা বলেছিলেন, 'পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে... চট্টগ্রাম, মায়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করার জন্যেই এই পরিকল্পনা। এ জায়গাটার ওপর অনেকেরই নজর।' (আরও পড়ুন: 'আল্লাহর ইচ্ছাতেই গুলি খেয়ে মরেছে আবু কাতাল... আলহামদুলিল্লাহ!')
আরও পড়ুন: পাক ISI-এর নির্দেশেই পঞ্জাবের মন্দিরে বিস্ফোরণ? এনকাউন্টারে মৃত অভিযুক্ত
এরপর হাসিনা আরও বলেছিলেন, 'যদি কারও বায়ুসেনা ঘাঁটি হতে দিই, তাহলে আমার কোনও সমস্যা থাকবে না। তবে আমি বলেছি, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারও হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, ক্ষমতার দরকার নেই।' এর আগেও সংসদে দাঁড়িয়ে হাসিনা আমেরিকার বিরুদ্ধে সেন্ট মার্টিন দ্বীপ হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিলেন শেখ হাসিনা। তখনও তিনি বলেছিলেন, এক শ্বেতাঙ্গ তাঁকে অফার দিয়েছেন যে সেন্ট মার্টিন দ্বীপে যদি নৌঘাঁটি করতে দেওয়া হয়, তাহলে কেউ তাঁকে ক্ষমতাচ্যুত করতে পাপবে না। এদিকে এর আগে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বিএনপি ঘনিষ্ঠ ছিলেন বলেও অভিযোগ।
৳7,777 IPL 2025 Sports Bonus