কিছু দিন আগেই তিনি গিয়েছিলেন চিনের সফরে। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রথমবার ভারতের উত্তরপূর্বের ৭ রাজ্য নিয়ে মুখ খুলেই বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই চিন সফরে মহম্মদ ইউনুসের আলোচনায় উঠে আসে বাণিজ্য ইস্যু। এবার বাণিজ্য সহ একাধিক ইস্যু ফোকাসে রেখে মহম্মদ ইউনুস যাচ্ছেন ভারতের বন্ধু দেশ জাপানে।
আগামী ২৮ মে, বুধবার, জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সদ্য তাঁর ইস্তফার জল্পনা বাংলাদেশের রাজনীতির অলিন্দে পারদ চড়ায়। তড়িঘড়ি একাধিক রাজনৈতিক দল, একাধিক মহলের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। চট্টগ্রাম বন্দর ইস্যু কেন্দ্র করে বাংলাদেশে প্রতিবাদ আন্দোলন জোরদার হতেই নড়েচড়ে বসে ইউনুস প্রশাসন। সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে 'মানবিক করিডর' ইস্যুও বেশ চাপে রেখেছে ইউনুস সরকারকে।দেশের এমন এক পরিস্থিতিতে এবার ভারতের বন্ধু দেশ জাপানে যাচ্ছেন ইউনুস। জানা যাচ্ছে ৪ দিনের সফরে যাচ্ছেন ইউনুস। সেখানে নিক্কেই ফোরামে ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ইউনুসের।