বাংলা নিউজ > ঘরে বাইরে > Bangladesh Book Fair stall Attacked: বাংলাদেশে বইমেলার স্টলে হামলা,'জিহাদিরা পর্ন দেখে', তোপ তসলিমার, ইউনুসের সরকার বলল…
পরবর্তী খবর
ভাষার জন্যে প্রাণ উৎসর্গ করা সাহসী শহিদদের স্মরণে প্রতিবছর বাংলাদেশে আয়োজিত হয়ে থাকে অমর একুশে বইমেলা। হাসিনার বিদায়, রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবছরও সেই বইমেলার আয়োজন করা হয়েছে। এবং সেই বইমেলারই একটি স্টলে ১০ ফেব্রুয়ারি হামলার ঘটনা ঘটেছে। এই ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ খুলেছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা বাংলাদেশের নাগরিকদের অধিকারকে খর্ব করে। এবং এটা দেশের আইনের প্রতি অবজ্ঞার পরিচয় দেয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার সমর্থনে জীবন উৎসর্গকারী ভাষা শহিদদের স্মরণ করে এই অনুষ্ঠান। সেখানে এই ধরনের হামলা বাংলাদেশি সাংস্কৃতিক উন্মুক্ত মনের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। (আরও পড়ুন: মণিপুরে সময়ের মধ্যে নয়া CM খুঁজে পাবে BJP? নাকি জারি হবে রাষ্ট্রপতি শাসন?)