
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এক পালাবদলের রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। গতবছর ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে চলেছেন সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, তারপর বাংলাদেশের মসনদে আসে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এদিকে, এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ তাকিয়ে রয়েছে নির্বাচনের দিকে। তার আগে, বাংলাদেশের সেনার প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সেদেশের সেনা প্রধান।
বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। তিনি সেখানে এক ভাষণে বলেন,' আমরা ভাবছিলাম দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে।' এরইসঙ্গে তিনি বলেন,' দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যত দিন না পর্যন্ত একটা নির্বাচিত সরকার পেয়ে যাই, আমাদের এই কাজটি ধৈর্যের সঙ্গে করে যেতে হবে।' তিনি তাঁর বার্তায় সাফ জানান, পরিস্থিতি মোকাবিলায় যত কম বল প্রয়োগ করা যায়, সেই চেষ্টা করতে হবে। তিনি তাঁর ভাষণে বাংলাদেশের সেনার প্রতি বার্তা দিয়ে বলেন,' বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত পেশাদারির মাধ্যমে যত কম বল প্রয়োগ করা যায় ততই ভালো। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, এই প্রত্যাশা করি।' যদিও তাঁর ভাষণে তিনি উল্লেখ করেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি।
এদিকে, ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সদ্য বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন মুখ খোলেন। সদ্য ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর বলেছিলেন,'বাংলাদেশকে ঠিক করতে হবে যে, তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায়।' এর প্রেক্ষিতেই তৌহিদ বলেন,' আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত এ ব্যাপারে আছে। আমরা ভারতের সঙ্গে গুড ওয়ার্কিং রিলেশন চাই। পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক। এ ব্যাপারে আমাদের কোনো অস্পস্টতা নেই।' এছাড়াও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরেন জয়শংকর। তার প্রেক্ষিতে তৌহিদ বলেন,' সংখ্যালঘুদের বিষয়টি আমরা দেখছি। তারা বাংলাদেশের নাগরিক। আমার যতটা অধিকার, তাদের (সংখ্যালঘুদের) প্রত্যেকের ততটা অধিকার আছে এ দেশের ওপরে। সরকার সেটাই সব সময় বাস্তবায়ন করার চেষ্টা করবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports