চাঁদাবাজির অভিযোগ উঠেছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কিত একটি ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। এই অভিযোগ ওঠার পরেই নাহিদকে শোকজ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটি। এবার এই কমিটির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হল নাহিদকে। জানা গিয়েছে, শনিবার রাতের দিকে একটি চিঠি দিয়ে একথা জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। মূলত শৃঙ্খলাভঙ্গের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদকে সরানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গলাগলি থেকে মারামারি! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনাম NCP-র সংঘাতে জখম ৫
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ও সদস্য সচিব রহমত আলির স্বাক্ষর রয়েছে। তাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। তবে নাহিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে কিনা বা তাঁর বিরুদ্ধে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সেবিষয়ে ইমতিয়াজ জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক রকম বিষয় জানা যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিলে তা সকলেই জানতে পারবে। যদিও এ বিষয়ে নাহিদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে এই অভিযোগ প্রথম থেকেই তিনি অস্বীকার করে আসছেন। মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ বলে দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, একটি ইকোপার্কে পুকুর খনন করে বালি উত্তোলনকে কেন্দ্র করে নাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গত ২৮ ফেব্রুয়ারি ফেসবুকে এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, নাহিদের সঙ্গে এক ব্যক্তির কথখোপথনে দর কষাঘষি করতে শোনা যায়। বলা হচ্ছে, ঘটনাটি রংপুর নগরের হাজিরহাট এলাকার। ভিডিয়োতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাঁদের কথা বলতে শোনা যায়।