বাংলা নিউজ > ঘরে বাইরে > Axis Bank FD Interest Rate: FD-তে সুদের হারের পরিবর্তন এই ব্যাঙ্কের, কতদিন টাকা রাখলে কত সুদ পাবেন? দেখুন
ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার পরিবর্তন করল অ্যাক্সিস ব্যাঙ্ক। সাত দিন থেকে ১০ বছরের মেয়াদের বিভিন্ন এফডিতে সুদের হার পালটানো হয়েছে। যে নয়া হার চলতি বছর ১৭ মার্চ থেকে কার্যকর হচ্ছে।
অ্যাক্সিস ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার (Axis Bank FD Interest Rate) কত?
- ১৮ মাস থেকে ২ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট: এমনিতে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫.২৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৫.৯ শতাংশ হারে সুদ পাবেন।
- ২ বছর থেকে ৩০ মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৫.৪ শতাংশ হারে সুদ প্রদান করবে বেসরকারি ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা ৬.০৫ শতাংশ হারে সুদ পাবেন।
- ৩০ মাস থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট: ৫.৪ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকদের অবশ্য ৬.০৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
- ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিট: এক্ষেত্রে সুদের হার ৫.৪ শতাংশ। প্রবীণ নাগরিকদের ৬.০৫ শতাংশ হারে সুদ প্রদান করবে অ্যাক্সিস ব্যাঙ্ক।
- ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট: সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৫.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
(বিশেষ দ্রষ্টব্য: প্রতিবেদনে লেখা যাবতীয় সুদের হার দু'কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বলা হয়েছে। এছাড়াও বেশি অর্থের ফিক্সড ডিপোজিট বা অন্য মেয়াদের এফডিতে সুদের হারের জন্য পিডিএফ ফাইলটি দেখে নিন।)
পরবর্তী খবর