গত বছর থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ অব্যাহত রয়েছে। যদিও এখনও পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই আবহে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যার সমাধানে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। অতীতে এরকমভাবে কোনও অ্যাটর্নি জেনারেলকে উপাচার্য সমস্যার সমাধান নিয়ে আসরে নামতে দেখা যায়নি। ফলে এই ঘটনাকে সম্পূর্ণ নজিরবিহীন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুনঃ উপাচার্য নিয়োগ, আলোচনায় মীমাংসা হোক, ফের জানাল সুপ্রিম কোর্ট
জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন তিনি কলকাতা যাবেন। সেখানে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবেন। বৈঠকে কী হল সেটা তিনি পরে সুপ্রিম কোর্টকে জানাবেন। সেইমতো মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় উড়ে এসেছেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। এরপর রাত ১০টা নাগাদ তিনি রাজভবনে পৌঁছন।
উল্লেখ্য, গতকাল দীর্ঘক্ষণ রাজভবনে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিব মণীশ জৈন। সে ক্ষেত্রে উপাচার্য সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছে দুই পক্ষ। জানা গিয়েছে, রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পাশাপাশি উপাচার্যদের সঙ্গেও কথা বলবেন অ্যাটর্নি জেনারেল। সেক্ষেত্রে আজ রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর আগামীকাল তিনি উপাচার্যদের সঙ্গে বৈঠক করতে পারেন।
জানা গিয়েছে, অস্থায়ী উপাচার্যদের সঙ্গে বৈঠক হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সে ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সঙ্গে দুজন শিক্ষক এবং দুজন পড়ুয়াকে আনতে বলা হয়েছে। সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলিতে কী ধরনের অচলাবস্থা তা বুঝতে চাইছেন অ্যাটর্নি জেনারেল। যদিও যাদপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনও উপাচার্য নেই। ফলে সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হয়ে কারা প্রতিনিধিত্ব করবেন? সে বিষয়ে এখনও জানা যায়নি।