নির্বাচনী আচরনবিধির গেরোয় পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাষ্ট্রের হিংগোলি এলাকায় আজ, শুক্রবার ভোট প্রচারের সময় অমিত শাহের হেলিকপ্টার এবং ব্যাগ পরীক্ষা করেছে নির্বাচন কমিশনের অফিসাররা। বিরোধী দলগুলি আগে অভিযোগ করেছিল, নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার জন্য তাদের বিরুদ্ধে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এবার খোদ অমিত শাহের হেলিকপ্টার তল্লাশি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেশ তাৎপর্যপূর্ণ।
উদ্ধব ঠাকরে, একনাথ শিন্ডের পর এবার হেলিকপ্টারে তল্লাশি হল অমিত শাহের। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আজ, শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে ভিডিয়ো পোস্ট করে জানালেন অমিত শাহ। পরীক্ষা করা হয়েছে তাঁর ব্যাগও। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন চলছে। মহারাষ্ট্রেও বিধানসভা ভোট কদিন পরই। তার আগে নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতা–মন্ত্রীদের হেলিকপ্টার এবং বিমানে চলছে তল্লাশি। শিবসেনার (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের হেলিকপ্টারেও তল্লাশি চালানো হয়। বিরোধীদের অভিযোগ ছিল, শুধুমাত্র বিরোধী দলের নেতাদেরই নিশানা করা হচ্ছে। এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টারেও তল্লাশি চালানো হয়।
নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্বাচন কমিশন যে কোনও পক্ষপাতিত্ব এড়াতে সবকিছু পর্যালোচনা করছে। এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে অমিত শাহ লেখেন, ‘আজ মহারাষ্ট্রের হিঙ্গোলি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়েছিলাম। সেখানেই আমার হেলিকপ্টারে তল্লাশি করে নির্বাচন কমিশন। বিজেপি সবসময়েই স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। মহামান্য নির্বাচন কমিশনের তৈরি সমস্ত নিয়মও মেনে চলে বিজেপি। দেশজুড়ে শক্তিশালী নির্বাচনী কাঠামো গড়ে তোলার জন্য এবং ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলকেই সচেষ্ট হতে হবে।’ তবে এই কাজ করে নির্বাচন কমিশন ‘নিরপেক্ষতা’ বজায় রাখতে চাইছে বলে অনেকের মত।
আরও পড়ুন: ‘ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করে মারা উচিত’, নিদান দিলেন তৃণমূল সাংসদ অরূপ
হেলিকপ্টারে ওঠার আগে নির্বাচন কমিশনের কর্তারা তাঁর হেলিকপ্টার ও ব্যাগগুলির পরীক্ষা চালান। ভিডিয়ো ফুটেজে দেখা যায়, নির্বাচন কমিশনের কর্তারা সুনির্দিষ্টভাবে ব্যাগগুলি পরীক্ষা করছেন এবং হেলিকপ্টারের ভিতরেও পর্যবেক্ষণ করছেন। অমিত শাহ এই ঘটনাকে খোলামেলা এবং সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া বলে তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা সবসময় নির্বাচনী আচরণবিধি মেনে চলি এবং কোনওরকম বেআইনি বা পক্ষপাতিত্বমূলক কাজ করি না। বিজেপি নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে চলে।’ মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ ও ভারতের রাজনীতিতে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।