রাহুল সিং
লাদাখ সীমান্তে সংঘাত মেটাতে চিনের কতটা ইচ্ছা রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং দেশের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। তিনি জানান, ভারত চাইছে সীমান্তে ফের ফিরে আসুক শান্তি ও স্বস্তি। তিনি বলেন, ' তবে এটা কোনও মতেই এক তরফা হতে পারেনা।' এই বিষয়ে তিনি কার্যত বেজিংয়ের দিকেই আঙুল তুলেছেন।
মনোজ পাণ্ডে চিন ইস্যুতে বলেন,' মূল সমস্যা হচ্ছে সীমান্ত ইস্যুর সমাধান। যা দেখা যাচ্ছে, তা হল, চিনের উদ্দেশ্য হল সীমানা ইস্যুকে বাঁচিয়ে রাখা।' এরসঙ্গেই তিনি বলেন,দেশকে রক্ষা ও দেশের সেনার সীমানাকে নিরাপত্তা দেওয়াই ভারতের লক্ষ্য। যাতে সীমান্তে স্থিতাবস্থা বজায় থাকে। উল্লেখ্য, সদ্য ৩০ এপ্রিল নয়া সেনা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মনোজ পাণ্ডে। উল্লেখ্য, গত ২০২০ সালের মে মাস থেকে লাদাখের পূর্ব প্রান্তে চিনের আগ্রাসন ভারতের মাথা ব্যথার মূল কারণ। সেই সময় ভারত যে তিনকে যোগ্য জবাবই দিয়েছে শুধু, তা নয়। তার সঙ্গে ব্যবসায়িক দিক থেকেও চিনকে মোক্ষম জবাব দেয় কেন্দ্র। এদিকে, এই ঘচনার তিন বছর কেটেছে। তারপরও লাদাখে সীমান্ত রেখা নিয়ে বিবাদের সমাধান সূত্র এখনও মেলেনি। সেই ইস্যুতেই এদিন ভারতের সেনাপ্রধান মুখ খোলেন। শ্রীলঙ্কা: হিংসার আগুনে নতুন করে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র, মৃত বেড়ে ৫