এক মহিলা ক্যাব চালকের গাড়ির কাচ ভেঙে ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ক্যাব চালক। আক্রান্ত ক্যাব চালকের নাম প্রিয়াঙ্কা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দিল্লির কাশ্মীরে গেটে আন্তঃরাজ্য বাস টার্মিনাসের কাছে। দু'জন দুষ্কৃতী তাঁর ক্যাবে পাথর ছুঁড়ে কাচ ভেঙে ছিনতাই করার চেষ্টা করে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা দিল্লির সময়পুর বদলির বাসিন্দা। তিনি একজন উবের ক্যাব চালক। তিনি একজন যাত্রীকে গাড়িতে তোলার জন্য ক্যাব নিয়ে যাচ্ছিলেন। ঘন কুয়াশা থাকায় ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিলেন। গন্তব্যস্থলে পৌঁছনোর কিছুটা আগেই আচমকা দুজন দুষ্কৃতী তাঁর ক্যাবের কাচ লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ঘটনায় একটি পাথর তাঁর মাথায় লাগে এবং কাঁচের টুকরো তাঁর শরীরে লাগে। আচমকা এই ঘটনায় হতচকিয়ে যান প্রিয়াঙ্কা। কী ঘটেছে তা দেখার জন্য যখন তিনি গাড়ি থেকে নামেন তখন ওই দুই দুষ্কৃতী তাঁর কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। দুষ্কৃতীদের একজন তাঁর হাত ধরলে অপরজন তাঁর মোবাইল ছিনিয়ে নেয়। যদিও মোবাইলটি দুষ্কৃতীদের কাছ থেকে নিয়ে নিতে সক্ষম হন প্রিয়াঙ্কা।
তিনি অভিযোগ করেছেন, দুষ্কৃতীরা তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে গাড়িতে পালানোর চেষ্টা করেছিল। তাতে বাধা দিলে এক দুষ্কৃতী বিয়ারের বোতল দিয়ে প্রিয়াঙ্কাকে আক্রমণ করে। প্রিয়াঙ্কা দাবি করেছেন, তিনি উবেরের জরুরি নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং উবেরে থাকা প্যানিক বোতামটি দীর্ঘ সময় ধরে টিপেছিলেন। কিন্তু কোনও সাহায্য পাননি। ঘটনার ৩০ মিনিট পর সেখানে পুলিশ আসে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৯৩ ধারায় ডাকাতি করার চেষ্টার অভিযোগ দায়ের করেছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup