বাংলা নিউজ > ঘরে বাইরে > Fact Check: বিজেপি ভিভিপ্যাট মেশিনে কারচুপি করেছে দাবি করে ছড়াল পুরোনো ভিডিয়ো
পরবর্তী খবর
Fact Check: বিজেপি ভিভিপ্যাট মেশিনে কারচুপি করেছে দাবি করে ছড়াল পুরোনো ভিডিয়ো
2 মিনিটে পড়ুন Updated: 28 May 2024, 03:40 PM ISTBoom
, আর্কাইভ দেখুন ।
তথ্য যাচাই
করে। সেসময় আমরা গুজরাটের ভাবনগরের সহকারী নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি ভিডিওতে কোনও কারচুপি দেখা যাচ্ছে না বরং ওই ব্যক্তি কেবল ভোটগ্রহণ পরবর্তী নিয়ম পালন করছেন।
ভাবনগরের সহকারী নির্বাচন অফিসার এস এন কাটারা বুমকে বলেন ভিডিওটিতে কোনও অন্যায় কাজ দেখানো হয়নি এবং লোকটি কেবল নিয়ম পালন করছে।
‘গণনা শেষ হওয়ার পর, স্লিপগুলি কালো কভারের মধ্যে স্থানান্তরিত করা হয়। এরপর অবশিষ্ট রোলটি আলাদা করে রাখতে হয়। ইভিএম মেশিনগুলি তাদের নিজস্ব পথে চলে এবং এভাবেই ভিভিপ্যাট থেকে স্লিপগুলি বের করা হয়। প্রক্রিয়াটি যথাযথভাবেই অনুসরণ করা হচ্ছে ’, বলেন কাটারা।
ঘটনার স্থান সম্পর্কে তিনি বলেন, ‘এই ঘটনাটি ভাবনগরের কিনা তা আমি নিশ্চিত করতে পারি না। ভিডিওতে এই ধরনের কোনও সূত্র নেই।’
' শীর্ষক একটি বিজ্ঞপ্তিতে এই প্রক্রিয়াটির বিশদ বিবরণ দেখতে পায়। ভিভিপ্যাট স্লিপগুলি অপসারণ করার নির্দেশসহ বিজ্ঞপ্তিটির একটি অংশ নীচে দেখা যাবে: )