
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গত ৫ সেপ্টেম্বর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুম্বইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে নাশকতার হুমকি দেয়। সেই ঘটনায় বিহারের দ্বারভাঙা থেকে গ্রেফতার করা হয় রাকেশ কুমার মিশ্র নামক ৩০ বছর বয়সি এক যুবককে। এই মুকেশই পুলিশি জেরায় চাঞ্চল্যকর সব দাবি করলেন। তিনি দাবি করে, ২৬/১১ মুম্বই হামলা এবং পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের গাড়িতে হামলার ছক কষেছিল সে। সে দাবি করেন, দুটি হামলাই করেছিল ‘তার দল।’ তবে হিসেব মতো মুম্বই হামলার সময় রাকেশের বয়স হওয়ার কথা ১৬ বছর। এদিকে তদন্তকে বিপথে চালিত করতে সে এই সব দাবি করছে নাকি সে মানসিক ভারসাম্যহীন, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুম্বই পুলিশ জানায়, গতসপ্তাহের বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একটি ফোন আসে। ফোনে হাসপাতালে নাশকতার হুমকি দেওয়া হয়। পাশাপাশি অ্যান্টিলা উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেখানেই থেমে না থেকে মুকেশ আম্বানি, নীতা আম্বানি ও তাঁদের পুত্র আকাশ আম্বানিকে খুনের হুমকি দেওয়া হয় ফোনে। এই ফোনের বিষয়ে জানিয়ে ডিবি মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে সেদিনই ফের বিকেল ৫টা ০৪ মিনিটে একই ধরণের ফোন আসে এবং হুমকি দেওয়া হয়। হুমকি ফোনের পর স্যার এইচএম রিলায়েন্স হাসপাতাল ও আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় নিরাপত্তা জোরদার করা হয়। তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যে বিহার থেকে রাকেশকে গ্রেফতার করে মুম্বই নিয়ে আসা হয়। তবে এখনও আম্বানিদের হুমকি ফোনের নেপথ্যে থাকা আসল কারণ জানতে পারেনি পুলিশ।
এর আগে চলতি বছর অগস্টে, দক্ষিণ মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের হেল্পলাইনেই এমনই এক হুমকি ফোন করা হয়েছিল। সেবারেও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে মৃত্যুর হুমকি দেওয়া হয়। তদন্তের পর নম্বর ট্র্যাক করে বোরিভালি থেকে বিষ্ণু বিধু ভৌমিক নামক একজন ৫৬ বছর বয়সি ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।
৳7,777 IPL 2025 Sports Bonus