বিহারের বাসিন্দা কয়েকজন পড়ুয়াকে বাংলায় মারধর করা হয়েছে বলে খবর। এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার এনিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
কুণাল ঘোষ, এই ব্যাপারে মন্তব্য করার সময় এখনও আসেনি। তিনি কেন বলেছেন, কীসের উপর বলেছেন, কী ধরনের তথ্য ছিল সেটা না জেনে মন্তব্য করাটা ঠিক নয়। আগে উপযুক্ত তথ্য জানা দরকার। যা কিছু বিভ্রান্তি রয়েছে তা মিটে যাবে। কুণাল বলেন, মনে হয় স্থানীয় কিছু সমস্যা রয়েছে। আমাদের যে রাজ্য থেকে প্রচুর মানুষ অন্য রাজ্য়ে যাচ্ছে। অন্য রাজ্য থেকেও প্রচুর মানুষ আমাদের রাজ্য়ে আসছে। দুর্ভাগ্যবশত বাংলার ছেলেদের তো অন্য রাজ্যে খুন পর্যন্ত করা হয়েছে। হরিয়ানায় হয়েছে। এই ধরনের অভিযোগ তো এসেছে। আমরা সকলকে স্বাগত জানাই। এটা গণতান্ত্রিক রাজ্য। স্থানীয়ভাবে কিছু হয়তো হয়েছে। আমরা বিষয়টি দেখছি।