বাংলাদেশে অস্থিরতা। তার জেরে এবার কলকাতা ও ঢাকার মধ্যে সরাসরি বিমান চালানোর ক্ষেত্রে আগের পরিকল্পনা থেকে কিছুটা পিছিয়ে আসছে এয়ার ইন্ডিয়া। মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত তাদের।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর অলোক সিং জানিয়েছেন, আপনাদের হয়তো মনে থাকবে যে আমরা ঢাকা পর্যন্ত বিমান চালানোর কথা বলেছিলাম। এটা আমাদের একটা নতুন ও তাৎপর্যপূর্ণ বাজার হত। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতির জেরে আমরা সেই পরিকল্পনা থেকে কিছুটা পিছিয়ে এসেছি।
এদিকে বিমান সংস্থা প্রাথমিকভাবে পরিকল্পনা নিয়েছিল যে তারা সেপ্টেম্বর মাসে কলকাতা-ঢাকা বিমান পরিষেবা শুরু করবে। সপ্তাহে ৬টা করে বিমান ছাড়ার বিষয় ছিল তাদের। কিন্তু আপাতত সেই পরিকল্পনা থেকে কিছুটা পিছিয়ে আসছে তারা।
তবে এক্ষেত্রে সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হলেও বিমান সংস্থা পূর্বাঞ্চলে তাদের যে সিদ্ধান্ত ছিল সেটা পালন করবে।
তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মার্চ মাস থেকে কাঠমান্ডু পর্যন্ত ফ্লাইট ছাড়ার যে পরিকল্পনা রয়েছে সেটা যথাযথ থাকছে।
তিনি জানিয়েছেন যে বিমান সংস্থার যাত্রী সংখ্যা যথেষ্ট বেশি হয়েছে। নভেম্বর মাসে ৫০০,০০০ যাত্রী সংখ্য়া ছিল বলে দাবি সংস্থার।