আপকে গোহারা হারিয়ে দিল্লি বিধানসভা দখল করেছে বিজেপি। দিল্লির মুখ্য়মন্ত্রী হিসাবে শপথ নিলেন রেখা গুপ্তা। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল বৃহস্পতিবার দিল্লির রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপ এমপি স্বাতী মালিওয়াল। আপের রাজ্য সভার এমপি স্বাতী মালিওয়াল। তবে নানা ঘটনার জেরে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এবার একেবারে নতুন মুখ্য়মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হলেন তিনি।
পিটিআইয়ের পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে, স্বাতী মালিওয়াল একেবারে মঞ্চে উপস্থিত রয়েছেন। পেছনে নরেন্দ্র মোদীর ব্যানার। মঞ্চে উপস্থিত ছিলেন স্বাতী। কংগ্রেস নেতা দেবেন্দর যাদবের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এদিকে তাঁর এই উপস্থিতিকে ঘিরে নানা জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
নতুন সিএমকে শুভেচ্ছা জানান তিনি। মালিওয়াল আশা প্রকাশ করেন যে রেখা গুপ্তা দিল্লির মানুষের আশা পূরণ করবেন। তিনি জানিয়েছেন, দিল্লির মুখ্য়মন্ত্রী রেখা গুপ্তাকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। অনেক প্রত্যাশা নিয়ে দিল্লির মানুষ তাঁকে বেছে নিয়েছেন। আমার আশা তিনি প্রত্যাশা পূরণ করবেন। জানিয়েছেন তিনি।
একটা সময় কেজরিওয়ালের সঙ্গে সুসম্পর্ক ছিল স্বাতী মালিওয়ালের। তবে পরবর্তীকে তাঁদের সম্পর্কের অবনতি হয়। ভোটের কিছুদিন আগে তাদের মধ্য়ে সম্পর্ক একেবারে তলানিতে যায়।
এদিকে এবার যখন বিজেপি ক্ষমতায় এসেছিল দিল্লিতে তখন সোশ্য়াল মিডিয়ায় কোথাও কোনও ক্যাপশন লেখেননি তিনি। কিন্তু কিছু না লিখেও একটি ছবির মাধ্য়মে তিনি অনেক অনেক কথা বুঝিয়ে দিয়েছিলেন। তিনি দ্রৌপদীর বস্ত্রহরণের ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের পর্ব। আর আর সেই দ্রৌপদীকে বস্ত্র দিয়ে সহায়তা করছেন স্ময়ং শ্রীকৃষ্ণ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট।