ইউটিউব দেখে পাহাড়ের ওঠার নজির রয়েছে। কিন্তু ইউটিউব দেখে নিজের অপারেশন নিজে করা কী মুখের কথা! তবে এক যুবক তেমনই করার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। মাঝপথেই হাসপাতালে ছুটলেন তিনি। আর একথা ফের প্রমাণিত হল ইউটিউব দেখে আর যাই হোক শল্য চিকিৎসক হওয়া যায় না।উত্তরপ্রদেশের মথুরার ঘটনা। ওই যুবক ইউটিউব দেখে নিজেই নিজের অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে গত কয়েকদিন ধরেই তার পেটে ব্যথা হচ্ছিল। একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। সেই সময় তিনি ইউটিউব দেখে অপারেশন করার সিদ্ধান্ত নেন। কিন্তু শেষ পর্যন্ত একেবারে ভয়াবহ কাণ্ড হল বাড়িতেই।
সেই মতো কাজ ভালোই এগোচ্ছিল। ৩২ বছর বয়সি রাজাবাবু। তার তলপেটে খুব ব্যথা হচ্ছিল। কী করবেন কিছুতেই বুঝতে পারছিলেন না। এরপর তিনি সিদ্ধান্ত নেন যে ইউটিউব দেখে তিনি অপারেশন করবেন। তিনি বিভিন্ন জায়গায় দেখিয়েছিলেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপর তিনি নিজের অপারেশন নিজে করার সিদ্ধান্ত নেন। সেই মতো শুরু হয় কাজ।
মেডিক্যাল স্টোর থেকে তিনি নানা ধরনের ওষুধ কিনে এনেছিলেন। এরপর তিনি অপারেশন শুরু করেন। নিজের শরীরে নিজের অপারেশন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যখন অপারেশন করতে গিয়ে তার শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হতে থাকে তখনই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। সেই মতো তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানিয়েছেন, একেবারে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। এরপরই অপারেশন করার সিদ্ধান্ত। তারপর তিনি ওষুধপত্র, অ্য়ানাসথেসিয়ার ইঞ্জেকশন, অপারেশন করার ব্লেড কিনে আনেন।