Python and 98km ride: উত্তর প্রদেশ থেকে বিহার… ৯৮ কি.মি সফর দানবীয় পাইথনের! কীভাবে? শুনলে আঁতকে উঠবেন
1 মিনিটে পড়ুন Updated: 04 Dec 2024, 08:28 PM ISTগোটা ৯৮ কিলোমিটারের রাস্তা এই সাপ পার করেছে ট্রাকের ইঞ্জিনে চড়ে।

গোটা ৯৮ কিলোমিটারের রাস্তা এই সাপ পার করেছে ট্রাকের ইঞ্জিনে চড়ে।
৯৮ কিলোমিটার পথ পার করা মুখের কথা নয়! তাও আবার সকলের নজর এড়িয়ে একটা পথ চলে আসাও সহজ নয়, ঘটনাটি কোনও মানুষ ঘটায়নি, ঘটিয়েছে এক সাপ। সদ্য এক দানবীয় পাইথনকে ঘিরে হাড়হিম করা ঘটনা ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই পাইথন ইতিমধ্যেই ভাইরাল। হবে নাই বা কেন! ১০০ এর কাছাকাছি পথ পার করা কি সহজ কথা? তবে সরীসৃপ পাইথন তাই করে ফেলেছে। তবে তা করেছে আবার এক ট্রাকে চড়ে! বুঝতে অসুবিধা হচ্ছে তো? তাহলে খোলসা করে গোটা ঘটনা বলা যাক। পাইথনকে সদ্য উদ্ধার করা গিয়েছে এক আন্তঃরাজ্য চলাচলকারী ট্রাকের মধ্যে থেকে। পাইথন বাবাজীবন, ট্রাকের ইঞ্জিনের মধ্যে পেঁচিয়ে আষ্টেপিষ্টে নিজেকে আটকে রেখেছিলেন। ট্রাক বিহারে পৌঁছতেই দেখা যায় তার ভয়াল জড়িয়ে পেঁচিয়ে থাকা রূপ।
জানা গিয়েছে, ট্রাক আসছিল উত্তর প্রদেশের কুশিনগর থেকে। আর তা পৌঁছে যায় বিহারের নারকাটিয়াগঞ্জে। গোটা ৯৮ কিলোমিটারের রাস্তা এই সাপ পার করেছে ট্রাকের ইঞ্জিনে চড়ে। এদিকে, পাইথনও গাড়ির বোনেটকে 'আপন' করে ফেলে সেখানেই জড়িয়ে পেঁচিয়ে বসেছিল। বিহারের নারকাটিয়েগঞ্জ পর্যন্ত চালক বুঝতেই পারেননি যে তাঁর ট্রাকে ওই ভয়াবহ সরীসৃপ আস্তানা গেড়েছে। বিহারের নারকাটিয়াগঞ্জে এসে ট্রাকের বোনেট খুলতেই ওই সাপ নিজের স্বরূপ জাগিয়ে তুলে দেখা দেয়। ততক্ষণে এলাকায় পড়ে যায় চাঞ্চল্য। সকলে দেখতে ভিড় করে দেন।
গোটা ঘটনা ঘিরে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতেই সাপের ট্রাকের ইঞ্জিনে থাকার ছবি দেখা যায়। ভয়াবহভাবে সেই সাপ যেভাবে ট্রাকের ইঞ্জিনের মধ্যে লুকিয়ে ছিল, তা অনেককেই অবাক করেছে। মনে করা হচ্ছে, উত্তর প্রদেশের কুশিনগরে ট্রাকে পাথর তোলার সময় ওই সাপ ট্রাকের ইঞ্জিনে চড়ে পড়ে। আর সেইভাবেই ৯৮ কিলোমিটার সফর করে সে। পাথরগুলি বিহারে একটি রাস্তা নির্মাণ প্রকল্পের জন্য তোলা হয়েছিল, এবং পুরো যাত্রায় সাপের উপস্থিতি অলক্ষিত ছিল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports