পূর্ব ইরাকের আল-কুট শহরের একটি হাইপার মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। জখম বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সে দেশের সরকারি বার্তা সংস্থা-আইএনএ।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শপিং মলের পাঁচতলায় আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।আতঙ্কে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয় মানুষ। ইতিমধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে,, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।আগুনের লেলিহান শিখার তীব্রতাতেই স্পষ্ট দুর্ঘটনার ভয়াবহতা। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় রাতভর কাজ করেছে দমকল বাহিনী। ভিতরে আটকে পড়া মানুষদেরও উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত নিয়ন্ত্রণে এসেছে আগুন।তবে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ওই শপিং মল।
আরও পড়ুন-ইজরায়েলি হামলার মধ্যেই সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা
যদিও কী ভাবে ওই জনবহুল শপিং মলে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে গভর্নর মহম্মদ আল-মিয়াহি জানান, ‘আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।' ইতিমধ্যেই ওই কমপ্লেক্স ও মল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ধ্বংসাবশেষের নিচে আরও অনেক মৃতদেহ আছে, তা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। হাইপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। একাধিক পরিবার সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন এবং কেনাকাটা করছিলেন। আগুন লাগার পর দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেন, পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন-ইজরায়েলি হামলার মধ্যেই সিরিয়ায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা
বৃহস্পতিবার একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, 'আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।' আহতদের বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পূর্বে কুটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর ৪টে পর্যন্ত হতাহতদের পরিবহন করেছে অ্যাম্বুলেন্সগুলি। এই ঘটনায় মিয়াহি প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন গভর্নর।