ভয়ঙ্কর তুষারপাত চলছে জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশে। তারজেরে হিমাচলের কুলুর রাস্তায় আটকে পড়েছিলেন ৫ হাজার পর্যটক। অবশেষে বরফ সরিয়ে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছ। পুলিশ জানিয়েছে, আটকে থাকা পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। এদিকে, জম্মু ও কাশ্মীরেও ভারী তুষারপাতের কারণে ২ হাজার যানবাহন আটকে পড়েছে। সেগুলিকে উদ্ধারের কাজ চলছে।
আরও পড়ুন: ভারি বৃষ্টি-তুষারপাতের কবলে হিমাচল!৫০০ রাস্তা বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন
হিমাচল প্রদেশের কুলুতে শীত পড়লেই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকের ভিড় হয়। কুলু পুলিশ জানিয়েছে, সোলাং নালায় ভারী তুষারপাতের কারণে ১০০০ গাড়ি আটকে পড়েছিল। শুক্রবার থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়েছিল।তবে নতুন করে তুষারপাতের কারণে সমস্যা হয়। শেষ পর্যন্ত এই গাড়িগুলোকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাতে প্রায় ৫০০০ পর্যটক ছিলেন বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, যানবাহন এবং পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজ অভিযান এখনও চলছে। এর পাশাপাশি শুক্রবার লাহৌল-স্পিতি, চাম্বা, কাংড়া, সিমলা এবং কিন্নরেও ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে।
এদিকে, শুক্রবার জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি জায়গাতেও ভারী তুষারপাত হয়েছে। কাশ্মীরের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যার মধ্যে রয়েছে - শ্রীনগর, গন্ডারবাল, অনন্তনাগ, কুলগাম, শোপিয়ান এবং পুলওয়ামা জেলার বিস্তীর্ণ এলাকা। এখানে মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। শ্রীনগরে ৩ ইঞ্জি তুষারপাত হয়েছে।