নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করার জন্য জাপানিরা সারা বিশ্বেই সমাদৃত। সামাজিক ও আইনি নিয়মের তাদের নিষ্ঠা রীতিমতো শিক্ষণীয়। এবার তারই প্রামাণ পাওয়া গেল এক সাম্প্রতিক ঘটনায়। চলতি বছরের এপ্রিলে দেশে জাপানে টোল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। তখনও নিয়মের প্রতি আনুগত্য প্রদর্শন করতে দেখা যায় জাপানিদের। বহু জাপানি নিজে থেকে টোল দিয়েছেন মেশিন খারাপ থাকা সত্ত্বেও।
টোল দিতে চান ২৪০০০ ব্যক্তি
জাপানের ব্যস্ত কিছু রাস্তায় টোল সংগ্রহের সিস্টেমটি ত্রুটিপূর্ণ হয়ে পড়েছিল। যানবাহনগুলিকে টোল গেট দিয়ে অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও অনেকেই অনলাইনে ফি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। বেশিরভাগ মানুষ বিনামূল্যে গিয়েছেন ওখান দিয়ে। কিন্তু তার পরেও প্রায় ২৪ হাজার ব্যক্তি পরে টোল দিয়েছেন। জাপানি জনগণের নাগরিক কর্তব্য বোধকে তুলে ধরে এই ঘটনা।
আরও পড়ুন - ভারতের থেকে রাশিয়া, কাজাখাস্তানে MBBS পড়ার খরচ কতটা কম? কোন দেশে সবচেয়ে সাশ্রয়ী
ঠিক কী ঘটেছিল?
জাপান টুডের একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ৮ এবং ৯ এপ্রিল ঘটেছিল। ইটিসি (ইলেকট্রনিক টোল সংগ্রহ) প্রায় ৩৮ ঘন্টা ধরে খারাপ হয়ে ছিল। জাপানে টোল গেটে গাড়িগুলিকে কিছুক্ষণের জন্য ধীরগতি করতে হয় এবং কার্ডের সিগন্যাল পড়ার পরে, গেটগুলি স্বয়ংক্রিয়ভাবে উঠে যায় এবং গাড়িটিকে যেতে দেওয়া হয়।
কোথায় কোথায় খারাপ ছিল টোল?
তবে সিস্টেম ত্রুটিপূর্ণ হওয়ায়, টোকিওর টোমেই এবং চুও এক্সপ্রেসওয়ের ১০৬টি টোল গেট এবং কানাগাওয়া, ইয়ামানাশি, নাগানো, শিজুওকা, আইচি, গিফু এবং মি প্রিফেকচারগুলি ড্রাইভারের কার্ড রিডিংয়ে অক্ষম ছিল। সেখান দিয়ে অবাধে যেতে দিলেও বেশ কিছু নাগরিক টোল দিয়ে তবেই গিয়েছেন।
আরও পড়ুন - অপারেশন সিঁদুরের সময় মোদী-ট্রাম্পের কথাই হয়নি, ‘শান্তিদূতের’ মুখোশ খুললেন জয়শংকর
কী জানিয়েছে নেক্সকো সেন্ট্রাল?
নেক্সকো সেন্ট্রাল জানিয়েছে, ৮ এপ্রিল রাত ১০ টা পর্যন্ত তারা প্রায় ২৪,০০০ লোকের কাছ থেকে টোল দেওয়ার প্রস্তাব পেয়েছে। এই ঘটনায় রীতিমতো নজির গড়ে দিয়েছে গোটা জাপানে, এমনকী বিশ্বের কাছেও।