২০০৬ সালের মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ১২ জনকে বেকসুর খালাস করল বম্বে হাইকোর্ট। ১২ আসামির মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকেও মুক্তির নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। সোমবার বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম সি চন্দকের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। বিচারপতিরা বলেন, 'আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিশ্বাস করতে কষ্ট হয় যে অভিযুক্ত অপরাধ করেছে।' তাই তাঁদের সাজা খারিজ করে দেওয়া হল।' উল্লেখ্য, ২০০৬ সালের সেই ট্রেন বিস্ফোরণে ১৮৭ জন নিহত ও ৮২৯ জন আহত হয়েছিলেন। (আরও পড়ুন: ১৯৯৩ সালের ২১ জুলাই 'শহিদ' হয়েছিলেন যুব কংগ্রেসের কোন ১৩ জন? কী হয়েছিল সেদিন?)
আরও পড়ুন: আমদাবাদে ভেঙে পড়া বোয়িং ৭৮৭-এর ডেলিভারি নেওয়া ক্যাপ্টেন যুক্ত হলেন AAIB তদন্তে
২০০৬ সালের ১১ জুলাই, সন্ধ্যা ৬টা ২৩ এবং ৬টা ২৮ মিনিটের মধ্যে সাতটি উচ্চ তীব্রতার বিস্ফোরণ হয়েছিল মুম্বই লোকালে। এর জেরে মুম্বইয়ের শহরতিলর পশ্চিম লাইনের সাতটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণির বগিগুলিতে রক্তবন্যা বয়ে যায়। এতে ১৮৭ জন মারা যায় এবং ৮২৯ জন আহত হয়। হামলাকারীরা ভিড় ট্রেনগুলিকে লক্ষ্য করেছিল এবং মাতুঙ্গা এবং মীরা রোড রেল স্টেশনের মধ্যে চলন্ত ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। বিস্ফোরণগুলি এতটাই শক্তিশালী ছিল যে তারা সাতটি বগির প্রতিটির দ্বিস্তরযুক্ত পুরু ইস্পাতের ছাদ এবং পাশগুলি কার্যত ছিঁড়ে যায়। মাহিম ও বোরিভালি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রী এবং চার্চগেটের দিকে যাওয়া ট্রেনে থাকা যাতায়াতকারীরাও এই বিস্ফোরণে নিহত ও আহত হয়েছিলেন। (আরও পড়ুন: হোয়াইট হাউজে ওবামাকে 'গ্রেফতার' FBI-এর! ভিডিয়ো পোস্ট ট্রাম্পের)