কেন্দ্রীয় বাজেট ২০২৫-২০২৬। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করছেন। নারীদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার জন্য এবার বড় উদ্যোগ কেন্দ্রীয় বাজেটে। বিশেষত মহিলা উদ্যোগপতিদের আরও শক্তিশালী করার উদ্যোগ। ২ কোটি পর্যন্ত টার্ম লোনের সুবিধা থাকবে প্রথমবার নারী উদ্যোগপতি যারা, এসসিএসটি উদ্যোগপতিদের জন্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ৫ লাখ মহিলা, এসসিএসটি প্রথমবার উদ্যোগপতি তাদের ২ কোটি পর্যন্ত টার্ম লোনের সুবিধা থাকবে আগামী ৫ বছরের জন্য।
এবারের বাজেটে প্রথমবার যে নারীরা উদ্যোগপতি হতে যাচ্ছেন তাঁদের লোনের সুবিধা। কর্মচারীদের জন্য স্বাস্থ্য় সংক্রান্ত নানা সুযোগ সুবিধা। দারিদ্রতা দূরীকরণ, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের আরও বেশি করে অংশগ্রহণকে উৎসাহ দেওয়ার জন্য নানা উদ্যোগ এবারের বাজেটে।
মহিলা উদ্যোগপতিদের উৎসাহ দেওয়ার জন্য় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এবারের বাজেটে। ইটির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে একটা নতুন বিষয়ে অন্তর্ভূক্ত করা হয়েছে। সেটা হল প্রথমবার যে নারীরা উদ্যোগপতি হিসাবে আসছেন তাঁদের সহযোগিতা করা। তফশিলি জাতি ও তফশিলি উপজাতির উদ্যোগপতিরা এই সুবিধা পাবেন। ২ কোটি পর্যন্ত লোনের সুবিধা মিলবে এবার। আগামী ৫ বছরে অন্তত ৫ লাখ মহিলা উদ্যোগপতিকে এই সহায়তা দেওয়া হবে। এসসি-এসটি ভুক্ত যারা নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা করছেন কিন্তু প্রয়োজনীয় মূলধনের অভাবে বিশেষ কিছু করতে পারছেন না বার বার ধাক্কা খাচ্ছেন তাঁদের জন্য় এবার বিরাট সুযোগ।