গুজরাটে অযোগ্য ঘোষিত হলেন ২ বিজেপি কাউন্সিলর। দুই কাউন্সিলরের নাম হল খিমা কাসোটিয়া এবং মেঘনা বোখা। তারা দুজনেই আমরেলি জেলার দামনগর পুরসভার কাউন্সিলর। জেলাশাসকের তরফে একটি নির্দেশ জারি করে দুই কাউন্সিলরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আর এই দুই কাউন্সিলরকে অযোগ্য ঘোষণা করার পিছনে যে কারণ রয়েছে তা কার্যত অবাক করে দেওয়ার মতো।
আরও পড়ুন: মানুষের উপরই এখন ভরসা রাখছে বিজেপি, সাংগঠনিক দুর্বলতাই কি বড় কারণ হচ্ছে?
কেন অযোগ্য ঘোষণা করা হল?
পুরসভা সূত্রে জানা গিয়েছে, দুই কাউন্সিলরের তিন জন করে সন্তান থাকার কারণে তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিন সন্তান থাকার ফলে তারা দুজনে ১৯৬৩ সালের গুজরাট পুরসভা আইন লঙ্ঘন করেছেন। আমরেলির জেলা শাসক অজয় দাহিয়ার কার্যালয় থেকে সোমবার তাদের অযোগ্য ঘোষণা করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত, দামনগর পুরসভাটি বিজেপির অধীনে রয়েছে। ফলে দলের দুই কাউন্সিলর অযোগ্য ঘোষিত হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও এরফলে পুরসভা বিজেপির হাতছাড়া হবে না। কারণ সেখানে বিজেপির পর্যাপ্ত সংখ্যক কাউন্সিলর রয়েছে।
জানা গিয়েছে, কাসোটিয়া ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বোকা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দুজনেই ২০২১ সালের পুর নির্বাচনে জয়ী দামনগর পুরসভায় কাউন্সিলর নির্বাচিত হন। তবে সেই সময় তাদের দুজন করে সন্তান ছিল। নির্বাচনী হলফনামায় সে কথায় তারা জানিয়েছিলেন। তারপরে কাসোটিয়া তিন সন্তানের বাবা হন এবং বোকা তিন সন্তানের মা হন। এরপর গত ১৬ জানুয়ারি ২ কাউন্সিরের বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ করে ব্যবসায়ীদের একটি সংগঠন। তার ভিত্তিতে জেলাশাসকের অফিস থেকে তদন্ত শুরু করা হয়।
প্রথমে দুজন কাউন্সিলরই অভিযোগের বিরোধিতা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, যে নির্বাচনের আগে তাদের দুজন করে সন্তান ছিল। তবে গুজরাটের পুরসভার নিয়ম অনুযায়ী, তৃতীয় সন্তান থাকলে কেউ কাউন্সিলর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। এমনকী কোনও কাউন্সিলরের তিন সন্তান থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। তার ভিত্তিতে সব কিছু খতিয়ে দেখার পর দুই কাউন্সিলরকে অযোগ্য ঘোষণা করেন জেলা শাসক। লোকসভা নির্বাচনের মধ্যেই এমন নির্দেশের সেখানে অস্বস্তিতে বিজেপি।