রাষ্ট্রসংঘে রাশিয়ার কূটনৈতিক মিশনের ১২ জন সদস্যকে ৭ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রসংঘের মঞ্চে এমনই দাবি করেন রাশিয়ার দূত। ভ্যাসিলি নেবেনজিয়া নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বলেন যে তিনি এই বহিষ্কারের বিষয়টি জানতে পেরেছেন। নেবেনজিয়া এই বহিষ্কারের বিষয়ে দাবি জানিয়ে বলেন, ‘এটা খারাপ খবর।’
এভাবে রাশিয়ার কূটনীতিকদের আমেরিকা ছাড়তে বলার আসল কারণ অবশ্য এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরেই রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করা হয়ে থাকতে পারে। যদিও এই বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইসকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাঁর কাছে ‘এই মুহূর্তে’ এই সংক্রান্ত কোনও খবর নেই। উল্লেখ্য, রাশিয়া সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রসংঘে রাশিয়ান মিশনের অধীনে প্রায় ১০০ জন কূটনীতিক আছে।
উল্লেখ্য, ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর থেকেই ধাপে ধাপে রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন সহ একাধিক দেশ। বিশ্ব আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে রাশিয়াকে। পাশাপাশি রাশিয়ার বিমান সংস্থার বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার মুদ্রা রুবেলের দাম হুহু করে পড়েছে গতকাল। অর্থনীতি যাতে ভেঙে না পড়ে, তার জন্য শেয়ার বাজার বন্ধ রাখা হয়েছে রাশিয়ায়। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে তারা তাদের সম্পত্তি বিক্রি বা বিনিয়োগ প্রত্যাহার করতে পারবেন না এখনই। রাশিয়ার রফতানিকারক সংস্থআগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের রফতানির আয়ের ৮০ শতাংশ অর্থ রুবেলে রূপান্তরিত করতে হবে।