৫ সন্তানের বাবা, শ্রমিক নেতা থেকে কংগ্রেসের শীর্ষে মল্লিকার্জুন, জানুন ১০ পয়েন্ট
1 মিনিটে পড়ুন Updated: 19 Oct 2022, 05:41 PM ISTকংগ্রেসের সভাপতি পদে মল্লিকার্জুন খাড়গে। প্রবীন কংগ্রেস নেতা। তাঁর সম্পর্কে ১০টি পয়েন্ট জেনে নিন।

পৌলমী ঘোষ
শশী থারুরকে হারিয়ে এবার কংগ্রেসের সভাপতি পদে বসছেন মল্লিকার্জুন খাড়গে। প্রায় ৭ হাজার ভোট পেয়ে তিনি এই চেয়ারে বসছেন। এদিকে গত ২৪ বছরে এই প্রথমে গান্ধী পরিবারের বাইরে কেউ কংগ্রেসের সভাপতি পদে বসছেন। তিনি জানিয়েছেন, আমার সহযোগী শশী থারুরকে অভিনন্দন জানিয়েছি। আমি তাঁর সঙ্গে দেখা করেছি। কীভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সেব্যাপারে আলোচনা করেছি। সমস্ত কর্মীদের তরফে আমি সোনিয়া গান্ধীকে ধন্য়বাদ জানাচ্ছি। তাঁর নেতৃত্বে আমরা ফের সরকারে ফিরব।
এবার ৮০ বছর বয়সী সেই মল্লিকার্জুন সম্পর্কে ১০টি বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
১. জগজীবন রামের পরে দ্বিতীয়বার কোনও দলিত নেতা এই চেয়ারে বসছেন।
৩. ১৯৪২ সালে জন্মেছিলেন তিনি। কলেজ থেকে তিনি রাজনীতিতে আসেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports