বাংলা নিউজ > টুকিটাকি > World Meteorological Day 2023: বিশ্ব আবহাওয়া দিবসে ২০২৩: নয়া বার্তা রাষ্ট্রসঙ্ঘের, নেপথ্যে বড় কারণ
পরবর্তী খবর
World Meteorological Day 2023: বিশ্ব আবহাওয়া দিবসে ২০২৩: নয়া বার্তা রাষ্ট্রসঙ্ঘের, নেপথ্যে বড় কারণ
1 মিনিটে পড়ুন Updated: 23 Mar 2023, 09:21 AM ISTSanket Dhar
World Meteorological Day 2023: ২৩ শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। আবহাওয়ার গুরুত্ব মনে করিয়ে দিতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় রাষ্ট্রসঙ্ঘের তরফে। ২০২৩ সালে বিশেষ ভাবনা বিশ্ব আবহাওয়া সংস্থার।
নয়া বার্তা রাষ্ট্রসঙ্ঘের, নেপথ্যে বড় কারণ
গরম বলতে এখন অসহ্য গরম। সারা বছর জুড়ে বৃষ্টির কোন ঠিক থাকে না। এমনকী শীতের পরিচিত আমেজ পাল্টে যাচ্ছে রাজ্যের বুকে। বিশেষজ্ঞদের কথায়, আবহাওয়ার এই খামখেয়ালিপনার পিছনে জলবায়ুর বড় ভূমিকা রয়েছে। বিশ্ব জুড়ে উষ্ণায়নের ফলে জলবায়ু ধরনে পরিবর্তন আসছে। আর তারই প্রভাব পড়ছে আঞ্চলিক আবহাওয়ায়। বেঁচে থাকার পিছনে আবহাওয়ার গুরুত্ব অনেকটাই। সে কথা মনে করিয়ে দিতেই প্রতি বছর বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। আবহাওয়ার পরিবর্তনের ফলে শুধুই তাপমাত্রা হেরফের হয় এমনটা নয়, বরং বন্যা থেকে খরা নানারকম পরিস্থিতিরই মোকাবিলা করতে হতে পারে।
প্রতি বছর ২৩ মার্চ পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস। আবহাওয়া সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে রাষ্ট্রসঙ্ঘের এই পদক্ষেপ। এই দিনই প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব আবহাওয়া সংস্থা (ওয়ার্ল্ড মেটেরিয়োলজিক্যাল অর্গানাইজেশন)। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিষ্ঠা দিবস হিসেবেও এই দিনটি পালন করা হয়। তবে এই দিনটি শুরুর পিছনে রয়েছে বেশ কয়েকটি মজাদার তথ্য। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি।
বিশ্ব আবহাওয়া দিবস ১৯৬১ সালের ২৩ মার্চ প্রথম পালন করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার হাত ধরেই এই দিনটি উদযাপনের শুরু। এটি রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্থা।
১৯৪৭ সালের ১১ অক্টোবর। রাষ্ট্রসঙ্ঘে বিশ্ব আবহাওয়ার গুরুত্বের নিরিখে একটি চুক্তি সম্পন্ন করা হয়। সেই চুক্তির ভিত্তিতে ১৯৫০ সালে ২৩ মার্চ প্রতিষ্ঠিত হলো বিশ্ব আবহাওয়া দপ্তর বা ওয়ার্ল্ড মেটেরিয়োলজিক্যাল অর্গানাইজেশন।
১৯৫১ সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার বদলে ডব্লুএমও সারা বিশ্বের স্বীকৃতি পায়। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার প্রধান কাজ ছিল বিভিন্ন দেশের আবহাওয়া সম্পর্কিত তথ্য সংগ্রহ করে পারস্পরিক বিনিময়ের জন্য রক্ষা করা।
২০০৩ সালে শুধু জলবায়ু বা আবহাওয়া নয়, জলের গুরুত্বের কথা মনে করিয়ে দিতে চাইছে রাষ্ট্রসঙ্ঘ। বিশ্ব আবহাওয়া দিবস ২০২৩ এর বিশেষ ভাবনা বা থিম তাই ‘আগামী প্রজন্মগুলিতে জলবায়ু আবহাওয়া ও জলের ভবিষ্যৎ’।
বিশ্ব আবহাওয়া দিবস পালনের আগে ১৬ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক