Viral Video: দেখে মনে হয়েছে যাত্রীর অত্যন্ত বেশি ওজন। আর এর জেরেই গাড়িতে যাত্রীকে উঠতে দিলেন না এক অ্যাপ ক্যাব ড্রাইভার। সম্প্রতি এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মহিলাটি অভিযোগ এনেছেন ড্রাইভারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই ড্রাইভারকে বরখাস্ত করেছে অ্যাপ সংস্থাটি (Lyft)।
ঠিক কী ঘটেছে?
সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে। সেখানে লিফ্ট নামে একটি পরিচিত অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করেছিলেন। ক্যাব আসার পর মহিলার চেহারা দেখে একরকম ঘাবড়ে যান ড্রাইভার। মহিলার দাবি, ড্রাইভার তাঁকে বলেন আমার গাড়িটা ছোট। আপনার জায়গা হবে না ভিতরে। কিন্তু মহিলাও জানান, তাঁর কোনও অসুবিধা হবে না। তিনি দিব্যি বসতে পারবেন ভিতরে। বেশ কিছুক্ষণ এই নিয়ে তর্কাতর্কি হলেও শেষমেশ রাজি হননি ওই অ্যাপ ক্যাব ড্রাইভার।
আরও পড়ুন - খাবার খেলেই বেরিয়ে আসছে পেটের ছিদ্র দিয়ে! জটিল রোগের সফল অস্ত্রোপচার কলকাতায়
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
টিকটক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন মহিলাটি। তাঁর কথায়, ওই ক্যাবটির থেকেও ছোট এমন অনেক গাড়িতে তিনি বসেছেন। তাঁর কোনও অসুবিধা হয়নি। ওই দিন ইচ্ছে করেই ড্রাইভার তার সঙ্গে এমন খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগও করেন। পোস্টে সংস্থাকেও উচিত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন মহিলা যাত্রীটি। অবশেষে ওই অভিযোগের ভিত্তিতে ড্রাইভারকে অ্যাপটি বরখাস্ত করেছে।
আরও পড়ুন - অ্যান্ড্রয়েডে ২১ অথচ আইফোনে ১০৭! ক্যাপসিকামের দামে কেন আকাশপাতাল ফারাক
টায়ারের দোহাই ড্রাইভারের
ড্রাইভার মহিলাকে গাড়িতে উঠতে না দেওয়ার জন্য নানা দোহাই দিতে শুরু করেছিলেন। মহিলার অভিযোগ ওই ড্রাইভার বলেন, গাড়ির টায়ার নাকি ভার নিতে পারবে না তাঁর। পাশাপাশি তাঁকে ভাড়ার ব্যাপারে আশ্বস্তও করা হয়। সাধারণত ট্রিপ ক্যানসেল করলে অ্যাপ থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে টাকা কাটা হবে না বলে আশ্বস্ত করেন ক্যাব ড্রাইভার।
কত ওজন মহিলার?
পেশায় র্যাপার ও সোশ্য়াল ইনফ্লুয়েনসার ওই মহিলা। সোশ্যাল মিডিয়ায় ড্যাঙ্ক ডেমোস নামে পরিচিত মহিলাটি জানান তাঁর ওজন ২২২ কেজি। এই ওজনের জন্য তাঁকে কোথাও কোনওদিন সমস্যায় পড়তে হয়নি। ভিডিয়ো করতে করতে সেই কথা বললেও ক্যাব ড্রাইভার রীতিমতো ক্ষমা চান ওই পরিস্থিতির জন্য। গাড়িতে উঠতে না পেরে শেষ পর্যন্ত উবর এক্সএল-এ করে ফিরতে হয় র্যাপারকে।