যে সৃষ্টি কখনও পুরনো হয় না, সেই সৃষ্টির মধ্যে একটি হল মানিকবাবু অর্থাৎ সত্যজিৎ রায়ের ফেলু মিত্তির। দুর্গা ঠাকুরের সঙ্গে ফেলুনাথের সম্পর্ক চিরকালের তাই এবার এই সম্পর্ককেই তুলে ধরে থিম বানাতে চলেছে রিজেন্ট পার্ক। অর্ধশতবর্ষ উপলক্ষে রিজেন্ট পার্ক আনতে চলেছে সত্যজিতের অমর সৃষ্টি।
এবারে ৫০ তম বর্ষ উদযাপন করবে খরদহ -এর রিজেন্ট পার্ক সার্বজনীন দূর্গা উৎসব কমিটি। এবারে দুর্গাপুজোয় থিম বানাতে চলেছে এই ক্লাব। মণ্ডপের প্রতি কোনায় দেখা যাবে ফেলু মিত্তিরের বিভিন্ন গল্পের সেরা ডায়লগ গুলি। শুধু তাই নয়, থাকবে লালমোহন গাঙ্গুলীর ‘হাইলি সাসপিশাস’ থেকে শুরু করে মগনলাল, সোনার কেল্লার ডাক্তার হাজরা পর্যন্ত।
(আরও পড়ুন: নবমীর ধুনুচি নাচে পাড়া কাঁপাতে চান? এই ছোট্ট টিপস খেয়াল রাখলেই কেল্লাফতে!)
এক কথায় বলতে গেলে, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদার প্রত্যেকটি গল্পকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করা হবে এই বছর দুর্গাপুজোয়। রাখা হবে কাটা আউট, দেওয়ালে লেখা হবে ডায়লগ। মন্ডপে ঢুকলেই মনে হবে বইয়ের চরিত্রগুলি যেন জীবন্ত হয়ে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে।
(আরও পড়ুন: ভেজালের ভয় আর থাকবেই না! বাড়িতেই বানিয়ে ফেলুন গাওয়া ঘি, খুব সহজ কাজ)