প্রবল শীতের কামড় আর উত্তরে বাতাস যেন জানান দিচ্ছে দোরগোড়ায় হাজির মকর সংক্রান্তি। পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে পালিত হয় সংক্রান্তিকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক আচার-অনুষ্ঠান। মকর সংক্রান্তিতে সূর্যদেবতাকে সম্মান জানিয়ে মকর রাশিতে সূর্যের প্রবেশকে নিশ্চিত করা হয় ধর্মমতে। সমগ্র ভারতজুড়ে ফসল কাটার উৎসবকে মনে রাখার জন্য উদযাপিত হয় মকর সংক্রান্তি। তবে এই সংক্রান্তির অঞ্চল ভেদে নামগুলি পৃথক পৃথক। মকর সংক্রান্তি হরিয়ানা ও পঞ্জাবে পরিচিত মাঘি নামে। তামিলনাড়ুতে তারই নাম বদলে হয় পোঙ্গল আবার পূর্ব উত্তরপ্রদেশে খিচড়ি এবং গুজরাট ও রাজস্থানের নাম উত্তরায়ন। লহরী এই উৎসবেরই আরেক নাম। অসমে এর নাম বিহু পরব।এই বছর ১৫ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে চলেছে এই বার্ষিক অনুষ্ঠানটি। আর উৎসব যতই ঘনিয়ে আসে আমরা পরিচিত বন্ধুবান্ধব প্রিয়জন কিংবা অচেনা মানুষকেও বার্তা পাঠাই শুভকামনা জানিয়ে। বর্তমানে গ্রিটিংস কার্ড কিংবা চিঠির বদলে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয় ডিজিটাল মাধ্যমে whatsapp facebook কিংবা instagram-এর মাধ্যমেই। দেশ-বিদেশ থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন রকম শুভেচ্ছা বার্তা। আসুন জেনে নিই ঠিক কিভাবে আমরা শুভেচ্ছা জানাতে পারি প্রতিবেশী, পরিজন, আত্মীয়দের।সূর্যের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবন সুখ, উজ্জ্বলতা ও সাফল্যে পরিপূর্ণ হোক। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা।তিল-গুড়ের মিষ্টি এবং সূর্যের উষ্ণতা আপনার জন্য অনেক সুখ ও সাফল্য বয়ে আনুক। শুভ মকর সংক্রান্তি!আপনার স্বপ্নের ঘুড়িগুলি আকাশ জুড়ে উড়তে থাকুক, আনন্দে থাকুন বছরভর। চমৎকার কাটুক মকর সংক্রান্তির দিনটি।আজকের এই আনন্দময় দিনে আপনাকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। সূর্যদেবতা আপনাকে উষ্ণতা এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুন৷আজকের শুভদিনে সূর্য আপনার জীবনের শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। শুভ মকর সংক্রান্তি!আপনার জীবনের অপূর্ণ কামনাগুলি পূরণ হোক মকর সংক্রান্তির দিনে। আপনার জীবনে দুঃখ-দুর্দশা দূর হোক। শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা…