বাংলা নিউজ > টুকিটাকি > World's Longest Hair: বিশ্বের দীর্ঘতম চুল! তার জোরেই গিনিসে নাম উঠল উত্তরপ্রদেশের মহিলার
পরবর্তী খবর
World's Longest Hair: বিশ্বের দীর্ঘতম চুল! তার জোরেই গিনিসে নাম উঠল উত্তরপ্রদেশের মহিলার
1 মিনিটে পড়ুন Updated: 01 Dec 2023, 05:30 AM ISTSanket Dhar
Smita Srivastava: মানুষের থেকেও বেশি লম্বা চুল। এবার সেই চুলের জেরেই গিনিসে নাম উঠল এক মহিলার। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা।
মানুষের থেকেও বেশি লম্বা!
চুল এমন বড় হবে যে সবার নজর কাড়বে । এমনটাই ইচ্ছে থাকে অনেকের। উত্তরপ্রদেশের ৪৬ বছর বয়সি স্মিতা শ্রীবাস্তবেরও তাই ইচ্ছেই ছিল। সেকারণে তিনি চুলও বড় করেছেন বেশ। দেখতে দেখতে সেই চুল ছাড়িয়ে গিয়েছে কোমর। ছাড়িয়ে গিয়েছে পা। অবশেষে তা ছাড়িয়ে গেল বিশ্বের সবাইকে। অর্থাৎ তাঁর চুলই বিশ্বের সবচেয়ে লম্বা চুল। এবার তারই স্বীকৃতি দিল গিনিস ওয়ার্ল্ড রেকর্ড। বিশ্বের সবচেয়ে লম্বা চুল রয়েছে বলে গিনিস বুকে নাম উঠল স্মিতা শ্রীবাস্তবের।
তবে এত বড় চুল করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। ১৪ বছর বয়স থেকেই চুল কাটা বন্ধ করে দিয়েছিলেন স্মিতা। তার জেরেই ৪১ বছরের মাথায় এত বড় চুল পেয়েছেন তিনি। তাঁর চুলের দৈর্ঘ্য ৭ ফুট ৯ ইঞ্চি। যা বিশ্বের বৃহত্তম চুল বলেই গণ্য করছে গিনিস বুক। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার পিছনে অবশ্য কিছু অনুপ্রেরণাও ছিল তাঁর কাছে। সংবাদমাধ্য়মকে স্মিতা জানিয়েছেন, আশির দশকের নায়িকারাই তাঁর অনুপ্রেরণা। তাঁরা অনেকেই লম্বা চুল রাখতেন। সেই দেখেই চুল কাটানো বন্ধ করে দেন তিনি। চুল বাড়াতে শুরু করেন স্মিতা।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভারতীয় দেবদেবীর কথাও তুলে আনেন স্মিতা। ভারতীয় দেবীদের ভালো করে দেখলে দেখা যাবে, তাঁদের অনেকেরই চুল বড়ো। সে কথাই এই দিন বলেন স্মিতা। তাছাড়া তিনি বলেন ভারতীয় সংস্কৃতির কথা। সেই অনুযায়ী, চুল কেটে ফেলাও নাকি অশুভ। তাই ১৪ বছর বয়সের পর থেকে সে কথা ভাবেননি তিনি। বরং মন দিয়েছেন চুলের যত্ন নেওয়ায়। লম্বা চুলই নারীদের সৌন্দর্য। এই কথাও বলেন তিনি।