বাংলা নিউজ >
টুকিটাকি > ভূতে বিশ্বাস করি, ভূত ভতুর্দশী আমার খুব প্রিয় একটা দিন: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
পরবর্তী খবর
ভূতে বিশ্বাস করি, ভূত ভতুর্দশী আমার খুব প্রিয় একটা দিন: শীর্ষেন্দু মুখোপাধ্যায়
1 মিনিটে পড়ুন Updated: 23 Oct 2022, 02:54 PM IST Arunava Raha Roy ভূত ভতুর্দশী আমার খুব প্রিয় একটা দিন। এই দিনে মায়ের কাছে থাকতাম। ভাই বোন আমার সঙ্গে ঘুরত। তাই এই দিনটা খুব আনন্দের দিন আমার কাছে। কালীপুজোতেও খুব আনন্দ হত। তারাবাতি, পটকা ফাটাতাম। আজকের ভূত চতুর্দশীতেও আমার বাড়িতে চোদ্দ শাক রান্না হয়েছে।