বাংলা নিউজ > টুকিটাকি > Satyajit Ray: ‘যখন ছোট ছিলাম…’ প্রয়াণের ৩৭ দিন আগে অস্কার পেয়েছিলেন সত্যজিৎ, কী বলেছিলেন হাসপাতালের বেডে শুয়ে?
পরবর্তী খবর
শেষদিকে প্রায়ই অসুস্থ থাকতেন। দুর্বল শরীরেও তাঁর শুটিংয়ের সেটে যাওয়া চাই। ১৯৯১ সালের ডিসেম্বর মাস। অ্যাকাডেমি অব মোশন পিকচার্স ঘোষণা করল সেই বছরের অ্যাওয়ার্ড। লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন সত্যজিৎ রায়। কিন্তু বেশ শরীর খারাপ তখন। সত্যজিৎ প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি শরীর ভালো থাকে, তাহলে মার্চ মাসে অবশ্যই পাড়ি দেবেন আমেরিকা। অস্কারের মঞ্চে দাঁড়িয়েই পুরস্কার গ্রহণ করার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু কিছু দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কারণ দ্রুত স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।
আরও পড়ুন - Mahavir In Bengal: রাঢ় বাংলার বুকে নিহিত আজও তাঁর পদচিহ্ন, মহাবীরকে যেভাবে পেয়েছে বঙ্গদেশ
মার্চে এল ৩ সদস্যের দল
১৯৯২ সালের ১৬ মার্চ, প্রয়াণের মাত্র ৩৭ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছেছিল আকাডেমি অব মোশন পিকচার্সের তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিল সেই ঐতিহাসিক সম্মাননা। কলকাতার হাসপাতালে বিছানায় শায়িত অবস্থাতেই অস্কারটি গ্রহণ করেন সত্যজিৎ। একই সঙ্গে তার বক্তব্য রেকর্ড করেছিলেন ওই প্রতিনিধি দলটি। ৩০ মার্চ অস্কারের মঞ্চে সেই বক্তব্যের দৃশ্য প্রদর্শিত হয়। এখনও যা ইউটিউবে উপলব্ধ রয়েছে।আরও পড়ুন - Charak Puja History: গ্রামবাংলার চড়কে আজও একাকার হয়ে আছেন বুদ্ধ! যে পথে ধর্মের গাজন হয়ে উঠল শিবের গাজন