Perfume spray in eye remedies: পারফিউম কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু অনেক সময় এই পারফিউম থেকে নানা সমস্যা হতে পারে। ভুল করে যদি চোখে পারফিউম স্প্রে হয়ে যায় তাহলে চোখ জ্বালা শুরু হয়।
চোখে পারফিউম ঢুকে গিয়েছে?
পারফিউম কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু অনেক সময় এই পারফিউম থেকে নানা সমস্যা হতে পারে। ভুল করে যদি চোখে পারফিউম স্প্রে হয়ে যায় তাহলে চোখ জ্বালা শুরু হয়। এমনকী চোখে ব্যথা থেকে আরও জটিল সমস্যা হতে পারে। তবে কিছু বিষয় মনে রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অনিচ্ছাকৃত ভুলের জন্য মাঝে মাঝে বড় বিপদ হয়। এমনই একটি দুর্ঘটনা হল ভুলক্রমে চোখে পারফিউম চলে যাওয়া। যাদের এই অভিজ্ঞতা আছে তাঁরা বুঝবেন চোখে পারফিউম গেলে কেমন অস্বস্তি হয়। এরপর যদি চোখে হাত দেওয়া হয়, অস্বস্তিভাব আরও বাড়তে থাকে।